২৪শে জানুয়ারি ২০২১ ইং | ১০ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৫
এসবিএন ডেস্ক:
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী আইএস ভারতের প্রতিবেশি বাংলাদেশ ও আফগানিস্তানে নতুন করে শক্তি বৃদ্ধি করতে চায়। রোববার গুজরাটে ভারত পুলিশ বিভাগের মহাপরিচালক ও আইজিদের বার্ষিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন বলে জানায় দেশটির বার্তাসংস্থা এএনআই। সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য অনলাইন ফোরামের মাধ্যমে তরুণদের চরমপন্থায় আকৃষ্ট হওয়ার বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রাজনাথ সিং।
কেন্দ্রীয় ও রাজ্য সংস্থাগুলোর সঙ্গে আরো ভালো সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ভারতের প্রতিবেশি বাংলাদেশ ও আফগানিস্তানে নিজেদের শক্তি বৃদ্ধি করার চেষ্টা চালিয়ে আসছে আইএস। ভারতের পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের ওই সম্মেলন উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766