২২শে সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৮
তাওহীদ এলাহীকে সভাপতি ও ওয়ালী সোহান চৌধুরীকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) সিলেট জেলা শাখার আহবায়ক কমিটি গঠিত হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারী ২০১৮, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি শামসুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক আহসান হাবিব শামীম কর্তৃক স্বাক্ষরিত কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- আব্দুস সামাদ সোয়েব, নিজাম উদ্দিন, অলিদ আহমদ ওমর, মোঃ জাফর আলম, সজিব আহমদ হৃদয়, নাকিব মাহফুজ খান, সাইদুল ইসলাম রাজু, মোঃ মাহমুদ ইসলাম, আবুল হোসেন হীরা, তানভীর আহমদ, জিল্লুল আলম খান, আরমান আহমদ, ফাইজার আহমদ।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিলেট জেলা শাখার সভাপতি লোকমান আহমদ, সাধারণ সম্পাদক কে. এ. কিবরিয়া চৌধুরী, মহানগর জাসদ সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, সাধারণ সম্পাদক গিয়াস আহমদ এক যুক্ত বিবৃতিতে জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সকল সদস্যদের রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন তাওহীদ এলাহী ও ওয়ালী সোহান চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার নবগঠিত কমিটি এক দেশ এক শিক্ষা নীতি বাস্তবায়ন এবং শিক্ষার বাণিজ্যিকিকরণ বন্ধের সংগ্রামকে বেগবান করবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com