ঢাকা ১৫ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিল

redtimes.com,bd
প্রকাশিত নভেম্বর ২২, ২০২২, ০৬:৫০ অপরাহ্ণ
বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিল

রূপক দত্ত চৌধুরী, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

 

বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে (২০২৩-২০২৫) ৭৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

 

আজ মঙ্গলবার (২২ নভেম্বর) এসোসিয়েশনের শ্রীমঙ্গল উপজেলার গুহরোডে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন সাব-কমিটির আহবায়ক মো. আতাউর রহমান এর নিকট মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। আজ মনোনয়ন দাখিলের শেষ দিনে জাকারিয়া-আমিন পরিষদ, মাহবুব-হাবিব পরিষদ ও কাঞ্চন ভট্টাচার্য পরিষদ মনোনয়নপত্র দাখিল করেন।

 

নির্বাচন সাব-কমিটির আহবায়ক মো. আতাউর রহমান জানান-নির্বাচনে ৩৩টি পদের বিপরীতে ৭৫জন মনোনয়পত্র দাখিল করেছেন। এর মধ্যে কেন্দ্রীয় কমিটির ৯টি পদ ও ১২টি আঞ্চলিক কমিটির ২৪ টি পদে মোট ৭৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

 

প্রসঙ্গত, দেশের ১৬৫ টি চা বাগানে ১২ টি কেন্দ্রের মাধ্যমে আগামী ১৮ ডিসেম্বর ২ হাজার ৩৩৪ জন বাগানের স্টাফরা ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন। দেশের ১২টি অঞ্চল হলো চট্টগ্রামের ফটিকছড়ি, সিলেটের জৈন্তাপুর, মৌলভীবাজারের জুড়ী, কুলাউড়া, কমলগঞ্জ শ্রীমঙ্গল, হবিগঞ্জের বাহুবল, চুনারুঘাট ও মাধবপুর।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031