বাংলাদেশ দলে নতুন চমক

প্রকাশিত: ৮:২৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৯

বাংলাদেশ দলে নতুন চমক

বাংলাদেশ দলে নতুন চমক ডান-হাতি পেসার আবু জায়েদ রাহি।আগামী মাসের শেষের দিকে ইংল্যান্ড এন্ড ওয়েলসে শুরু হওয়া ওয়ানডে বিশ্বকাপের জন্য আজ ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের হয়ে ৫টি টেস্ট ও ৩টি টি-২০ খেললেও এখন পর্যন্ত ওয়ানডে খেলতে পারেননি তিনি। দলে সুযোগ হয়নি ডান-হাতি পেসার তাসকিন আহমেদের। নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বেই খেলবে আসন্ন বিশ্বকাপে খেলবে বাংলাদেশ দল। তার ডেপুটি হিসেবে থাকছেন সাকিব আল হাসান।
আজ দুপুর সাড়ে ১২টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সাংবাদিক সম্মেলন কক্ষে বিশ্বকাপ দল ঘোষণা করেন বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এ সময় আরো উপস্থিত ছিলেন আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমন, বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান এবং বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।*
বিশ্বকাপ দল নিয়ে প্রধান নির্বাচক নান্নু বলেন, ‘অভিজ্ঞতা ও কন্ডিশন বিবেচনা করেই আমরা বিশ্বকাপ দল নির্বাচন করেছি। যেহেতু বিশ্বকাপটি ইংল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে তাই এখানে আমরা অভিজ্ঞতাকে বেশি মূল্যায়ন করেছি। আর ওখানকার কন্ডিশন উপমহাদেশ থেকে ভিন্ন। আমরা কিন্তু এক বছর আগেও ওখানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে এসেছিলাম। সেই অভিজ্ঞতার কথা চিন্তা করেই কিন্তু অভিজ্ঞ দল সাজানো হয়েছে।’
আসন্ন বিশ্বকাপ নিয়ে গেল কয়েকদিন আলাপ-আলোচনা ছিলো বেশ। ১০-১২ জন নিশ্চিতই ছিলেন বিশ্বকাপের দলে জায়গা পেতে। অবশেষে চমক দিয়েই ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করা হলো। প্রথমবারের মত ওয়ানডে দলে ডাক পাওয়া রাহি এর আগে ৫ টেস্টে ১১ ও ৩ টি-২০তে ৪ উইকেট শিকার করেছেন। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাবের হয়ে এখন অবধি ৯ ম্যাচে ৪০০ রানে ১২ উইকেট শিকার করেছেন রাহি।
রাহির দলে সুযোগের ব্যাখ্যা এভাবে দেন নান্নু। তিনি বলেন, ‘নিউজিল্যান্ড কন্ডিশনে সে টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল, ওয়ানডে খেলার সুযোগ পায়নি। তবে সেই কন্ডিশনে আমরা যতটা দেখেছি যে ওর বোলিংয়ে যথেষ্ট সুইং আছে। আমাদের পেসারদের মধ্যে সুইং বোলারের সংখ্যা বেশ কম। যেহেতু ইংলিশ কন্ডিশনে খেলা, আয়ারল্যান্ডেও ত্রিদেশীয় সিরিজ আছে। আর মে এবং জুন মাসের দিকে ঠান্ডাও বেশি থাকে। তাপমাত্রাও অনেক কম থাকে। সেই হিসেবে পেসারদের মধ্যে সুইং বোলার কাউকে যদি অন্তর্ভুক্ত করতে পারি তাহলে সেটি আমাদের জন্য প্লাস পয়েন্ট। সেই চিন্তা করেই রাহিকে দলে রাখা হয়েছে।’
অবশ্য পেসার হিসেবে দলে সুযোগ পাবার দৌঁড়ে ছিলেন তাসকিন ও শফিউল ইসলাম। কিন্তু তাসকিন-শফিউলকে পেছনে ফেলে দলে জায়গা করে নিলেন রাহি। গত বিপিএল টি-২০ টুর্নামেন্টে ফিল্ডিং-এর সময় ইনজুরিতে পড়েন তাসকিন। এরপর গেল ১০ এপ্রিল কোন ম্যাচ খেলেন তিনি। চলমান প্রিমিয়ার লিগে উত্তরা স্পোটিং ক্লাবের বিপক্ষে লিজেন্ডস অব রুপগঞ্জের হয়ে খেলতে নামেন তাসকিন। ৫ ওভারে ৩৬ রান দেন তিনি। তাই তাসকিনের উপর আস্থা রাখতে পারেননি নির্বাচকরা। দেশের হয়ে ২০১৭ সালে সর্বশেষ ওয়ানডে খেলেছেন তাসকিন।
তাসকিনের ব্যাপারে নান্নু বলেন, ‘তাকে নিয়ে অনেক দিন থেকেই আমরা চিন্তা করছি। সে ২০১৭ সালের ২২শে অক্টোবর বাংলাদেশের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ । ওটার পরে কিন্তু আমরা যখন ওকে নিউজিল্যান্ড সফরের জন্য চিন্তা-ভাবনা করেছিলাম তখন আবার ইনজুরিতে পড়ে গেল সে। এখন পর্যন্ত সে পুরোপুরি ফিট না। সেই হিসেবে আমরা তাঁকে স্কিল ফিট হিসেবে চাচ্ছি না। সে ঘরোয়া লীগে একটি ম্যাচে খেলেছে স্কিল ফিট হিসেবে। কিন্তু তার ফিটনেস শতভাগ নয়। তবে এখনও সময় আছে। আয়ারল্যান্ড সফরে আমাদের ১৭ জন সদস্য যাচ্ছে। এর মধ্যে ও যদি পুরো ফিট হয়ে যায় এবং দরকার হয় তাহলে ওকে আমরা ব্যাকআপ হিসেবে রাখবো।’
২০১১ বিশ্বকাপে বাংলাদেশের অপরিহার্য খেলোয়াড় শফিউল এবার আর সুযোগ পাননি। চলমান লিগে ৮ ম্যাচে ১২ উইকেট শিকার রয়েছে তার। তাই মাশরাফি-মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেনের সাথে চতুর্থ পেসার হিসেবে বিশ্বকাপ মাতাবেন রাহি। অলরাউন্ডার হিসেবে তাদের সাথে পেস অ্যাটাকে থাকবেন সাইফউদ্দিন। চলমান লিগে আবাহনী লিমিটেডের হয়ে ৯ ম্যাচে ১৭ উইকেট রয়েছে তার।
এদিকে, মিডল-অর্ডারে আছেন মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান। মিথুন ও সাব্বির বাংলাদেশের সর্বশেষ দলে থাকলেও এশিয়া কাপের পর আবারো দলে ফিরলেন মোসাদ্দেক। প্রিমিয়ার লিগে মোসাদ্দেকের ইনফর্মে থাকাটা দলে সুযোগ করে দেয়। ১২ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ৪টি হাফ-সেঞ্চুরিতে ৪২৮ রান করেছেন মোসাদ্দেক।
তাই ঘরোয়া আসরে পারফরমেন্সের সুবাদেই দলে সুযোগ পেলেন সৈকত বলে জানান নান্নু। তিনি বলেন, ‘সৈকত ঘরোয়া ক্রিকেটে ভালো খেলছে। আমরা অফ স্পিন করতে পারে এমন একজন অলরাউন্ডার চাচ্ছিলাম । কারণ রিয়াদেরও একটি কাঁধের ইনজুরি আছে। তাই সে বোলিং নাও করতে পারে। সেই কথা চিন্তা করে ব্যাকআপ হিসেবে একজন স্পিন বোলিং অলরাউন্ডার দরকার হয় ছিলো। তাই সৈকতকে অন্তর্ভুক্ত করা হয়েছে।’
এছাড়া বিশ্বকাপের দলে আছেন লিটন কুমার দাস, সৌম্য সরকার ও মেহেদি হাসান মিরাজ। চলমান লিগে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি এই তিন খেলোয়াড়। পাঁচ ম্যাচে লিটন দু’টি হাফ-সেঞ্চুরি করলেও, সৌম্য ৯ ম্যাচে ১৮০ রান করেছেন। মিরাজ পাঁচ ম্যাচে বল হাতে ৪টি উইকেট নেন। এ ব্যাপারে নির্বাচক নান্নু বলেন, ‘ফর্ম নিয়ে তো আমরা অবশ্যই চিন্তায় আছি। আরেকটি ব্যাপার হলো যে বিশ্বকাপের আগে এখনও দেড় মাস সময় আছে। মাঝে একটি ত্রিদেশীয় সিরিজও আছে। সুতরাং টিম ম্যানেজমেন্ট এবং কোচের সাথে এই ব্যাপারে আলোচনা হয়েছে। একটি সুযোগ সামনে আছে। আর এরা কিন্তু এর আগে পারফর্ম করেছে। এমন না যে পারফর্ম করেনি। এটি আসলে সময়ের ব্যাপার। আমার কাছে মনে হচ্ছে যে ত্রিদেশীয় সিরিজের আগেই আমাদের এখানে যে প্রস্তুতি ক্যাম্প আছে এখানে আমরা ইনশাআল্লাহ ওদেরকে ভালো অবস্থানে পেয়ে যাবো।’
দল ঘোষণার পর আসন্ন বিশ্বকাপ নিয়ে নিজের প্রত্যাশার কথাও জানিয়ে দেন নান্নু। তিনি বলেন, ‘এক থেকে চারের মধ্যে যাওয়ার প্রত্যাশা থাকবে। আর আমি মনে করি এখন যে অভিজ্ঞ দল ওয়ানডের, আমরা কিন্তু ২০১৫ বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত ৫১ শতাংশ ম্যাচ জিতেছি। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। যতগুলো ওয়ানডে খেলেছি তার মধ্যে ৫১ শতাংশ ম্যাচ জিতেছি। এই অভিজ্ঞতার কারণেই আমাদের প্রত্যাশা বেশি। আমি মনে করি এই দলের অবশ্যই সামর্থ্য আছে এক থেকে চারের মধ্যে থাকার।’
বাংলাদেশের বিশ্বকাপ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ও আবু জায়েদ রাহি।

লাইভ রেডিও

Calendar

November 2023
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930