সিলেট বাংলা নিউজ এডুকেশন ডেস্কঃ ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বলেছেন, বাংলাদেশের কিছু পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রদানের মাধ্যমে বিশ্বমানের গ্র্যাজুয়েট তৈরি করছে যারা বিশ্বের বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছে। এটি বাংলাদেশের জন্য এক বড় অর্জন।
মঙ্গলবার ইউজিসি চেয়ারম্যানের সাথে অস্ট্রেলিয়ান হাই কমিশনের ৪ সদস্যের এক প্রতিনিধি দল তাঁর দফতরে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মি. বেন সাক্কার কেলি, ফার্স্ট সেক্রেটারী (এডুকেশন এন্ড রিসার্চ), অস্ট্রেলিয়ান হাইকমিশন, নয়াদিল্লী, ইন্ডিয়া।
সাক্ষাৎকালে তিনি বলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন একাডেমিক ইনোভেশন ফান্ড (এআইএফ), বাংলাদেশ রিসার্চ এন্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন), কোয়ালিটি এসিউরেন্স সেল ও ইউজিসি ডিজিটাল লাইব্রেরিসহ উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের বিভিন্ন উপাংশ নিয়ে উচ্চ শিক্ষার মানোন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সংবাদটি শেয়ার করুন