স্টাফ রিপোর্টার : বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্ধকে শুক্রবার রাতে সিলেট রিপোর্টার্স ক্লাবের পক্ষ্য থেকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।’ সিলেট মহানগরীর বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারে ক্লাবের কার্যালয়ে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম শেখ রাসেলের নেতৃত্বে ঢাকা থেকে আসা ৯ সদস্যদের প্রতিনিধি দলকে ফুলেল শুভেচ্ছা জানান সিলেট রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মো. হানিফের নেতৃত্বে সিলেট রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্ধ।’
এ সময় আসক ফাউন্ডেশনের উপদেষ্টা সামিউল্লাহ সামী, তালুকদার টিপু,অতিরিক্ত নির্বাহী পরিচালক খন্দকার সাইফুল ইসলাম সজল, বিজয় টিভির ষ্টাফ রিপোর্টার আবুল খায়ের খাঁন, আসকের পরিচালক আহমেদ হোসেন চাঁন, ঢাকা বিভাগের সাধারন সম্পাদক শেখ মনির আহমেদ মনি, অতিরিক্ত পরিচালক (প্রশাসন) রাজশাহী বিভাগের সভাপতি গোলাম মোস্তফা জেমস, রাজশাহী মহানগরীর সাধারন সম্পাদক আইয়ুব আলী তালুকদার, সিলেট রিপোর্টার্স ক্লাবের পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক হাবিব সরোয়ার আজাদ,সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সদস্য আবিদুর রহমান, ইফতেখার আহমদ ইফতি, আবদুস সামাদ, গিয়াস উদ্দিন সহ ক্লাবের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন