বাংলাভাষা শুদ্ধভাবে শেখাবার বিকল্প নেই ; তথ্যমন্ত্রী

প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৮

বাংলাভাষা শুদ্ধভাবে শেখাবার বিকল্প নেই ; তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘শুদ্ধভাবে বাংলা ভাষা শেখা নিশ্চিত করার পরই বিদেশি ভাষার চর্চা করুন। নিজের শেকড়কে সুদৃঢ় করতে সন্তানদের প্রথমে বাংলাভাষা শুদ্ধভাবে শেখাবার বিকল্প নেই।’
বৃহস্পতিবার দুপুরে ঢাকার উত্তরায় টার্কিশ হোপ ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত ৭ম আন্ত:স্কুল বাংলা অলিম্পিয়াড ২০১৮ এর পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী একথা বলেন। টার্কিশ হোপ ইন্টারন্যাশনাল’র চেয়ারম্যান ইয়াসার সাভরান (Yasar Savran) এর সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসেবে অংশ নেন ইসলামী বিশ^বিদ্যালয়, কুষ্টিয়ার উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ।
তথ্যমন্ত্রী বলেন, ‘শিক্ষা ও জ্ঞানার্জনের প্রয়োজনে বিদেশি ভাষা শিখবো, ভালভাবে শিখবো। সেই অর্জিত জ্ঞান বাংলায় প্রকাশ করবো। তাহলেই সে জ্ঞান ও চেতনা আপামর মানুষের কাছে পৌঁছুবে। আর বিতরণেই জ্ঞানের বৃদ্ধি ঘটে।’
গীতিকবি গুরুসদয় দত্তকে উদ্ধৃত করে এসময় মন্ত্রী বলেন, ‘কায়মনে বাঙ্গালী হ’, ষোলআনা বাঙ্গালী হ’, বিশ্ব-মানব হবি যদি, শাশ্বত বাঙ্গালী হ’।’
সম্মানিত অতিথি অধ্যাপক ড. হারুন উর রশিদ বলেন, ‘ইংরেজি মাধ্যমকে আন্তর্জাতিক অঙ্গণে বাঙালির আত্মপ্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে।’
১৭ ফেব্রুয়ারি ৬২টি ইংরেজি মাধ্যমের স্কুল থেকে এ অলিম্পিয়াডে অংশ নেয়া প্রায় দেড় হাজার শিক্ষার্থীর মধ্যে বিজয়ীদের হতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী।
সন্ধ্যায় একুশে বইমেলায় ‘অপ্রকাশিত তাহের’ গ্রন্থের মোড়ক  উন্মোচন করেন হাসানুল হক ইনু .

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

September 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930