১৩ই এপ্রিল ২০২১ ইং | ৩০শে চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২১
শেলী সেলিনা
আমার জন্ম স্বার্থক, আমি তোমার সন্তান বাংলার পিতা একজনই জানি শেখ মুজিবুর রহমান।
এ নামে শক্তি, এ নামে ভক্তি তেরোশত নদী বহমান শত্রুর জন্য ধূমকেতু, উল্কা শেখ মুজিবুর রহমান।
তোমার নামে বীর শব্দেরা বসতি করছে অবততি তুমিই বিশ্ব, তুমিই মহারাজা এ বাংলার অধিপতি।
Developed by - Web Nest Ltd.
Helpline - +88 01719305766