ঢাকা ১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


বাংলালিংকের স্পেকট্রামের পরিমাণ বৃদ্ধি পেলো ৫০ শতাংশেরও বেশি

redtimes.com,bd
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০১৮, ১০:২০ অপরাহ্ণ
বাংলালিংকের স্পেকট্রামের পরিমাণ বৃদ্ধি পেলো ৫০ শতাংশেরও বেশি

 

বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ২১০০ মেগহার্টজ ব্যান্ডের ৫ মেগা হার্টজ এবং ১৮০০ মেগা হার্টজ ব্যান্ডের ৫.৬ মেগা হার্টজ স্পেকট্রাম গ্রহণের জন্য তিন হাজার কোটি টাকার অধিক অর্থ বিনিয়োগ করতে যাচ্ছে। এই বিনিয়োগ দেশের মোবাইল অপারেটরদের সর্বোচ্চ বিনিয়োগের মধ্যে একটি। আজ ঢাকা ক্লাবে অনুষ্ঠিত স্পেকট্রাম নিলামে অংশগ্রহণ করে, বাংলালিংক বিটিআরসি কর্তৃপক্ষের কাছ থেকে এবারের নিলামের প্রদত্ত সর্বোচ্চ পরিমাণ স্পেকট্রাম গ্রহণ করে। সংযোজিত এই স্পেকট্রাম বাংলালিংকের ডিজিটাল সেবার মান বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালনের পাশাপাশি শীঘ্রই চালু হতে যাওয়া ফোরজি সেবার জন্য প্রয়োজনীয় স্পেকট্রাম সরবরাহে সাহায্য করবে। বিটিআরসি কর্তৃপক্ষের কাছ থেকে আগামী ১৯ ফেব্রুয়ারি লাইসেন্স গ্রহণের পর ফোর জি চালু করবে বাংলালিংক। নতুন স্পেকট্রাম গ্রহণের পাশাপাশি বাংলালিংক প্রযুক্তি নিরপেক্ষতার (টেক নিউট্রালিটি) জন্যও কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে , যার মাধ্যমে যে কোনো ব্যান্ডের স্পেকট্রামের মাধ্যমে টুজি, থ্রিজি এবং ফোরজি সেবা দেওয়া সম্ভব হবে।
এক প্রেস বিবৃতিতে বাংলালিংকের সিইও এরিক অস বলেন, ” নতুন স্পেকট্রাম গ্রহণ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। তিনি আরও বলেন,“ গ্রাহকদের উন্নত মানের ডিজিটাল সেবা প্রদানের ক্ষেত্রে স্পেকট্রামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নতুনভাবে সংযোজিত স্পেকট্রামের ফলে আমরা গ্রাহকদের নিরবিচ্ছিন্ন ডিজিটাল সংযোগ ও আরও উন্নত কাভারেজ দিতে সক্ষম হবো, যা গ্রাহকদের আরও ভালো সেবা দিতে সাহায্য করবে।”
বর্তমানে তিনটি ব্যান্ডে মোট ২০ মেগা হার্টজ স্পেকট্রাম রয়েছে বাংলালিংকের। নতুন স্পেকট্রাম সংযোজনের পর বাংলালিংকের মোট স্পেকট্রামের পরিমাণ হবে ৩০.৬ মেগা হার্টজ।
বাংলাদেশে যাত্রা শুরুর পর থেকে বাংলালিংক সর্বাধুনিক প্রযুক্তির সহায়তায় জীবনযাত্রার পরিবর্তনের ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করে আসছে । নতুন স্পেকট্রাম গ্রহণ/ক্রয়ের মাধ্যমে দেশের ডিজিটাল রূপান্তর বাস্তবায়নে আরও একবার অবদান রাখলো বাংলালিংক।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031