বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা

প্রকাশিত: ৭:৫২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৬

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা

এসবিএন ডেস্ক: ২০১৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য এ বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১১ জন বিশিষ্ট কবি, লেখক, গবেষক ও শিক্ষাবিদ।

বৃহস্পতিবার সকালে একাডেমির সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। এ সময় একাডেমির পরিচালক মোহাম্মদ আবদুল হাই, ড. জালাল আহমেদ, ড. মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এবারের পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন- কবিতায় আলতাফ হোসেন, কথাসাহিত্যে শাহীন আখতার, প্রবন্ধে আবুল মোমেন ও আতিউর রহমান, গবেষণায় মনিরুজ্জামান, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে তাজুল মোহাম্মদ, ভ্রমণ সাহিত্যে ফারুক চৌধুরী, শিশুসাহিত্যে সুজন বড়ুয়া, অনুবাদে আব্দুস সেলিম, নাটকে মাসুম রেজা, বিজ্ঞান-প্রযুক্তি ও পরিবেশ বিভাগে শরীফ খান।

বাংলা একাডেমির কার্যনির্বাহী পরিষদ এ বছরের সেরাদের তালিকা নির্বাচিত করেন।

আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেবেন সেরাদের হাতে।

পুরস্কার ঘোষণাকালে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, ‘একাডেমি পুরস্কার ঘোষণা ও পুরস্কার প্রদানের ব্যাপারে গত বছর কিছুটা পরিবর্তন আনা হয়। এতোকাল একাডেমির পুরস্কার ঘোষণা করা হতো বইমেলার শেষ দিকে। সিদ্ধান্ত মোতাবেক ২০১৪ সালে বাংলা একাডেমি পুরস্কার ঘোষণা করা হয় মেলার শুরুর আগেই।

কারণ সিদ্ধান্ত হয়, এখন থেকে মেলা শুরুর আগেই পুরস্কার ঘোষণা করা হবে এবং মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বরেণ্য লেখকদের মাঝে এই পুরস্কার বিতরণ করবেন। সে মোতাবেক এবারো বইমেলার শুরুতে সাহিত্য পুরষ্কার প্রদাণ করা হবে।’

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

December 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31