১৩ই এপ্রিল ২০২১ ইং | ৩০শে চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২০
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার পাঠানো এক বার্তায় নবনির্বাচিত এ দুই নেতাকে অভিনন্দন জানান তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৭৭ বছর বয়সী বাইডেন বিশ্বজুড়ে আলোচিত নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। একই সঙ্গে এ নির্বাচনে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস রচনা করেছেন কমলা হ্যারিস।
বাইডেন নিজেকে এমন এক নেতা হিসেবে চিহ্নিত করেছেন, যিনি চলমান কোভিড-১৯ মহামারি এবং অর্থনৈতিক ও সামাজিক অশান্তিতে সংমিশ্রিত হয়ে পড়া যুক্তরাষ্ট্রকে ‘বিভাজন নয়, একত্রিত করতে চান’।
জয় পাওয়ার পর প্রথমবারের মতো দেওয়া বক্তব্যে বাইডেন বলেছেন, ‘আমেরিকার প্রাণ ফিরিয়ে আনতে, আমেরিকাকে আবারও বিশ্বজুড়ে সম্মানিত করতে এবং দেশের অভ্যন্তরে সকলকে একত্রিত করতে আমি এ অফিসটি চেয়েছিলাম।’
মার্কিন সংবিধান অনুসারে, বাইডেনের নতুন মেয়াদ শুরু হবে আগামী বছরের ২০ জানুয়ারি দুপুরে। এদিন রাজধানী ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানে নতুন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কর্তৃক শপথ গ্রহণ করবেন।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766