২২শে সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৬
এসবিএন ডেস্ক: বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়ন পরিষদের সদস্য শেখ মো. গরিব উল্লাহকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার বেলা ১২টায় পার্শ্ববর্তী উত্তমপুর গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। গরিবুল্লাহ ওই ইউনিয়নের সারশী গ্রামের আলী আহম্মদ শেখের ছেলে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, রোববার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন গরিবুল্লাহ। সোমবার উত্তমপুর গ্রামের ওয়াসিম খানের পরিত্যক্ত ঘরে তার রক্তাক্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরো জানান, নিহতের শরীরে ৭ থেকে ৮টি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সন্ত্রাসী প্রকৃতির গরিবুল্লাহর বিরুদ্ধে নারীর শ্লীলতাহানি, মানুষ কুপিয়ে আহত আর সন্ত্রাসী কার্যক্রম করার একাধিক মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com