এসবিএন ডেস্ক:
বাগেরহাট সদরে ট্রাকের ধাক্কায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
নিহত রেজাউল করিম (৩৭) বাগেরহাট সদরের বারাকপুর গ্রামের নিরোধ হালদারের ছেলে।
বাগেরহাট হাইওয়ে পুলিশের এসআই মশিউর রহমান জানান, বুধবার সকালে বাগেরহাট-খুলনা সড়কের ষাটগম্বুজ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত আরিফুল হাওলাদার (১৮), শেখ মুজিবুর রহমান (৪৫) ও জালাল উদ্দিনকে (৩৫) বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই বলেন, ষাটগম্বুজ মসজিদের সামনে সকালে একটি ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে অটো রিকশাকে ধাক্কা দেয়।এতে অটো চালক রেজাউল ঘটনাস্থলে মারা যান।
আহতরা সকলে ট্রাকের আরোহী বলেও জানান তিনি।
সংবাদটি শেয়ার করুন