বাঘায় নেতার ডাকে সাড়া না দেওয়ায় যুবককে মারপিট : ৫ দিনেও মামলা রেকর্ড করেনি পুলিশ

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৩

বাঘায় নেতার ডাকে সাড়া না দেওয়ায় যুবককে মারপিট : ৫ দিনেও মামলা রেকর্ড করেনি পুলিশ
দোয়েল, বাঘা,,(রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় বজলুর রহমানের নামে এক আ’লীগ নেতার ডাকে সাড়া না দেওয়ার অপরাধে মানিক হোসেন (২৩) নামে এক যুবককে লোহার পাইপ আঘাতে মাথায় জখম করাসহ তার বাম পা ভেঙ্গে দেয়া হয়েছে। এ ঘটনায় ওইদিন রাতে মানিকের মা’রোজিনা বেগম বাদি হয়ে বাঘা থানায় একটি অভিযোগ করেছেন। তবে ঘটনার পাঁচদিন পেরিয়ে গেলেও সেই মামলা রেকর্ড করেনি পুলিশ।
অপরদিকে ভোক্তভোগীদের অভিযোগ তুলে নেয়ার জন্য হুমকি দিচ্ছে প্রতিপক্ষ। তারা মৌখিকভাবে বিষয়টি পুলিশকে জানিয়েছেন।
রোববার (১ অক্টোবর) নিরুপায় হয়ে ভোক্তভোগী মানিককের পরিবার স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন।  আহত মানিক হোসেন আড়ানী নূরনগর গ্রামের নাজিম উদ্দিন ছেলে।
আহত মানিক হোসেনের পিতা নাজিম উদ্দিন জানান, আড়ানী  আ’লীগের ৪ নং ওয়ার্ড সভাপতি বজলুর রহমান।  তিনি বিভিন্ন সময় দলীয় প্রোগ্রামে আমার ছেলে মানিকসহ তার কয়েকজন বন্ধুকে ডাকে। কিন্তু  মানিক পৌর আওয়ালীলীগের সাধারণ সম্পাদক রিবন আহম্মেদ বাপ্পি হয়ে  মিছিল-মিটিং  অংশগ্রহন করেন। এতে তার উপর ক্ষুব্ধ হন ওই নেতা । এর জের ধরে গত ২৬ সেপ্টেম্বর সন্ধায় ৬ টার দিকে মানিক আড়ানী বাজারে সবজি বাজারে গেলে বজলুর রহমান লোক রিয়ন আহম্মেদ , নাহিদ হোসেন, ইলিয়াস আলী, বেরু, আরিফ হোসেন ও শরিফ হোসেন তার পথরোধ করে লোহার পাইপ দিয়ে তাকে বেধড়ক মারপিট করে আহত করে। এ ঘটনায় তার মাথা ফেটে রক্তাক্ত হয় এবং একটি পা ফ্যাকসার হয়। ঘটনার এক পর্যায় স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তাকে । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা. আশাদুজ্জামান  আসাদ জানান, মানিক হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে আড়ানী ৪ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান দাবি করেছেন, এ ঘটনায় তিনি জড়িত নন। মানিক বিগত সময়ে একই এলাকার আরিফ হোসেন (২২) নামে এক যুবককে মারপিট করেছিলো। তার জের ধরে আরিফ হোসেন তার লোকজন নিয়ে মানিককে মারপিট করেছে এমনটি শুনেছেন তিনি ।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সবুজ রানা জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

December 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31