ঢাকা ১৭ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


বাঘা প্রেসক্লাবে সাংবাদিকের সাথে বিএনপির নেতার মতবিনিময়

Red Times
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৪, ০১:৫০ পূর্বাহ্ণ
বাঘা প্রেসক্লাবে সাংবাদিকের সাথে বিএনপির নেতার মতবিনিময়

দোয়েল,  বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুরুজ্জামান খান মানিক সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

বুধবার(৪ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় বাঘা প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাঘা প্রেস ক্লাবেব সভাপতি আব্দুল লতিফ মিঞা।

মত বিনিময় সভায় নুরুজ্জামান খান মানিক বলেন, গত ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর এখন দেশ গড়ার সুযোগ এসেছে। তার্যুণের অহংকার তারেক রহমানের নির্দেশনায় দেশ তথা জন কল্যাণমুখী কাজে বিএনপি সোচ্ছার রয়েছে। যে কোন অন্যায়-অবিচার দূর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে ছাত্র-জনতা। সাংবাদিদের উদ্দেশ্যে বলেন, বিদায়ী স্বৈরাচারি শাসক ডিজিটাল এ্যাক্ট আইনের মাধ্যমে সাংবাদিদের স্বাধীন মত প্রকাশে কন্ঠরোধ করেছিল। প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্টাতা শহীদ জিয়াউর রহমান দেশে গণতন্ত্র ফিরিয়ে এনে স্বাধীনমত প্রকাশের সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন। যা মাঝ পথে থমকে গেলেও এখন সেই সুযোগ হয়েছে। দেশ ও জনকল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন এই প্রত্যাশা করছি।

সাংবাদিক আসলাম আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, গোলাম তোফাজ্জল কবীর মিলন। উপস্থিত ছিলেন, বিএনপির নেতা আব্দুর সামাদ, বাদশা আলমগীর, নান্নু মিয়া শাহাবাজ আলী, সাংবাদিক লালন উদ্দিন,ফজলুর রহমান মুক্তা, সুব্রত কুমার, আব্দুল হামিদ মিঞা, নাহিদ দর, আব্দুস সালাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930