এম মুসলিম চৌধুরী,শ্রীমঙ্গল প্রতিনিধি : মস্তিস্কের জটিল রোগে আক্রান্ত আয়েশা। যার এখন সহপাঠীদের সাথে কলেজে থাকার কথা সে এখন জটিল রোগে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী। মৌলভীবাজারের শ্রীমঙ্গল মুসলিমবাগ আবাসিক এলাকার বাসিন্দা কবির মিয়ার একমাত্র মেয়ে শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী মোছা: আয়েশা আক্তার (১৬)।
তার চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। বাবার পেশায় নির্মান শ্রমিক হওয়ায় একমাত্র মেয়ের জন্য সমাজের বিত্তবানদের প্রতি সাহায্যর জন্য হাত বাড়ানোর আহব্বাহ জানিয়েছেন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল মুসলিমবাগ এলাকার স্থায়ী বাসিন্দা নির্মাণ শ্রমিক মোঃ কবির মিয়ার একমাত্র মেয়ে, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী মোছাঃ আয়েশা আক্তার (১৬) বিগত দেড় বৎসর যাবত ‘হাইড্রোফালাস শান্ট’ নামক মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত হয়ে পুরো শয্যাশায়ী।
আয়েশা শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০১৬ সালে ঐ শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থী ছিল।সে গত ১৬ সালে এসএসসি পরীক্ষার এবং এবার ১৭ সালে এসএসসি পরীক্ষার মস্তিস্কের ‘হাইড্রোফালাস শান্ট’ নামক মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত হয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। আমরা কি পারি না? তাকে ভাল করার জন্য চেষ্টা করতে। আমাদের সকলের সাহায্যের হাত বাড়াতে।আমাদের সকলের ক্ষুদ্র সাহায্যে হয়তো আয়েশা তার স্বাভাবিক জীবনে ফিরতে পারে। যেতে পারে মাধ্যমিক পাস কলেজে ।
মেধাবী ছাত্রী মোছাঃ আয়েশা আক্তার মস্তিস্কের ‘হাইড্রোফালাস শান্ট’ নামক মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত হয়েছে দেড় বছর ধরে অর্থের অভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে দিনের পর দিন।
তার পঞ্চাশোর্ধ পিতা কবির মিয়া শ্রমিকের কাজ করেন এবং চিকিৎসার ১ম পর্যায়ে ২০১৬ সালে দ্বারে দ্বারে ঘোরে প্রায় লক্ষাধিক টাকা সংগ্রহ করে এ পর্যন্ত চিকিৎসার খরচ নির্বাহ করেছেন।
বিগত দেড় বছর ধরে সিলেট এমএজি ওসমানী হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করিয়ে তিনি আজ সর্বসান্ত।ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোলজী বিভাগের প্রধান জানিয়েছেন,তাকে বাঁচাতে হলে মস্তিস্কের আরো একটি জটিল অপারেশন ও দীর্ঘস্থায়ী চিকিৎসা প্রয়োজন। এ ক্ষেত্রে প্রায় ৪-থেকে ৫ লক্ষ টাকা জরুরী ভিত্তিতে প্রয়োজন।
বর্তমানে সহায় সম্পদহীন,নিঃস্ব পিতার পক্ষে কন্যার অত্যাবশ্যকীয় চিকিৎসা ব্যয় চালানো পুরোপুরিভাবে অসম্ভব হয়ে পড়েছে। মেধাবী ষোড়সী কন্যাকে বাঁচাতে তিনি রাষ্ট্রপ্রধান জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ও সমাজের বিত্তশালীসহ সর্বস্তরের জনগনের নিকট আর্থিক সাহায্যের আবেদন করছেন। সাহায্য পাঠানোর ঠিকানা মোঃ কবির হোসেন, সঞ্চয়ী হিসাব নং – এফ ৫৬, ইসলামী ব্যাংক লিমিটেড, শ্রীমঙ্গল শাখা, যোগাযোগ ও বিকাশ হিসাব নং-০১৭৫৫ ১৩৫৩৭৫।
এছাড়া, অসহায় পিতা ষোড়সী কন্যাকে বাঁচাতে ষোল কোটি বাঙ্গালীর দোয়া ও সমর্থন কামনা করছেন।
সংবাদটি শেয়ার করুন