বাড়ি থেকে বেরিয়ে ফেরেনি ইলেকট্রিশিয়ান বিশেন্দু দেব(বিশু), ৫ দিনেও মেলেনি সন্ধান

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৩

বাড়ি থেকে বেরিয়ে ফেরেনি ইলেকট্রিশিয়ান বিশেন্দু দেব(বিশু), ৫ দিনেও মেলেনি সন্ধান

রুপক দত্ত শ্রীমঙ্গল প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার  মির্জাপুর ইউনিয়নের বৌলাশী গ্রামের বাসিন্দা বিশেন্দু দেব (বিশু)। গত মঙ্গলবার (১৪ মার্চ) উনি দুপুর ২.৩০ ঘটিকার সময় বাড়ি থেকে বের হন।কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি । নিখোঁজের পাঁচ দিনেও তাঁর সন্ধান মেলেনি। এ ঘটনায় তাঁর পরিবার শ্রীমঙ্গল থানায় একটি করেছেন। জিডি নং- ১০২৩, তারিখ ১৭.০৩.২০২৩।

 

এ বিষয়ে কনিকা দেব মুঠো ফোনে আজ রেডটাইমসকে বলেন,আমার স্বামী শ্রী বিশেন্দু দেব(বিশু)। গত ১৪.০৩.২০২৩ খ্রীঃ তারিখ রোজ মঙ্গলবার উনি দুপুর ২.৩০ ঘটিকার সময় বাড়ি থেকে বের হন। ঐদিন বিকাল ৫.৪৬ মিনিটের সময় উনার সাথে মোবাইলে আমাদের শেষবারের মত যোগাযোগ হয়।তখন তিনি ভানুগাছ আছেন বলছেন। এরপর থেকে এখন পর্যন্ত উনার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও বন্ধ পাওয়া যাচ্ছে। আজ ৫ দিন হয় উনি নিখোঁজ।

 

তিনি আরোও বলেন, শ্রীমঙ্গল থানায় জিডি করা হয়েছে। জিডি নং- ১০২৩, ১৭.০৩.২০২৩. কিন্তু থানা থেকে আমাকে বলা হচ্ছে যে উনার মোবাইল বন্ধ থাকা অবস্থায় উনাকে/উনার মোবাইল ফোন ট্রাকিং করা সম্ভব হচ্ছে না।
আমি এখন কি করি আমার মাথায় কাজ করছে না, আমার বাচ্চারা তাদের বাবার জন্য হাউমাউ করে কান্না করছে। আমি কি বলে ওদেরকে শান্তনা দিব আমি কোন ভাষা আর পাচ্ছি না। প্লিজ আপনারা আমাকে এই বিষয়ে একটু সাহায্য করুন। আমি একা মানুষ কোথায় কিভাবে দৌড়াবো কোন কিছু চিন্তা করতে পারছি না।আমার ৬ বছরের ছোট মেয়েটা তার বাবার জন্য খুব কান্না করতেছে। আশা করি আপনারা হৃদয়বান মানুষ আমার পোস্ট দেখা মাত্রই আমাকে সাহায্য করবেন। বিনীত অনুরোধ সকলের কাছে যে যেভাবে পারেন আমাকে একটু সাহায্য করেন প্লিজ।

কেউ সন্ধান পেলে এই মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো – 01732456418

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার এস আই প্রীতংকর দাশ রেডটাইমসকে বলেন, তার সাথে পরিবারের সঙ্গে কথা হয়েছে বিকেল ৫:৪৬ মিনিটে এরপর তার মোবাইল নম্বর বন্ধ।মোবাইল নাম্বার বন্ধ থাকায় সনাক্ত করতে সমস্যা হচ্ছে। আর নিয়ম অনুযায়ী জিডি করার কথা ছিল কমলগঞ্জে। যা হোক জিডি হয়েছে আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তাঁর খোঁজ চলছে। আশা করছি দ্রুত তথ্য পাওয়া যাবে।

লাইভ রেডিও

Calendar

March 2023
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031