ঢাকা ২১শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


‘বাথরুম আইন’ নিয়ে উত্তপ্ত নর্থ ক্যারোলিনা

abdul
প্রকাশিত এপ্রিল ১০, ২০১৬, ০৭:১৩ অপরাহ্ণ
‘বাথরুম আইন’ নিয়ে উত্তপ্ত নর্থ ক্যারোলিনা

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ আমেরিকায় নর্থ ক্যারোলিনায় দু’সপ্তাহ আগে একটি বিতর্কিত আইন পাশ হয়। যার সরকারি নাম ‘পাবলিক ফেসিলিটিস প্রিভেসি অ্যান্ড সিকিউরিটি অ্যাক্ট’। সংক্ষেপে যার নাম দেওয়া হয়েছে ‘বাথরুম আইন’।

এই আইনে বিশেষভাবে যারা লিঙ্গান্তর করেছেন তাদের টয়লেট ব্যবহারের ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। বলা হয়েছে বার্থ সার্টিফিকেটে তাদের যে লিঙ্গ লেখা আছে তারা সেই লিঙ্গের জন্য নির্ধারিত টয়লেটই ব্যবহার করতে পারবেন।

অর্থাৎ জন্মের সময় যে মহিলা ছিল, সে পরবর্তীকালে লিঙ্গ বদলে পুরুষ হলেও তাকে ব্যবহার করতে হবে মহিলাদের টয়লেট এবং জন্মের সময় যারা পুরুষ ছিলেন তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

নর্থ ক্যারোলিনার এই আইন আমেরিকায় সব নাগরিকের সমান অধিকারের পরিপন্থী এবং মানবাধিকারের লঙ্ঘন করা হচ্ছে বলে বিভিন্ন রাজ্যে মানুষ বিক্ষোভ প্রদর্শন করছেন।

আমেরিকার জনপ্রিয় সঙ্গীতশিল্পী ব্রুস স্প্রিংটিন নর্থ ক্যারোলিনার সবচেয়ে বড় শহর গ্রিনসবরোয় তার রোববারের সঙ্গীতানুষ্ঠান বাতিল করে দিয়েছেন।

বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসায়ী এবং রাজনীতিকরাও এই আইনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930