কামরুল হাসান কাজল
হবিগঞ্জের বানিয়াচংয়ে হাওরে মাছ ধরা কে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে প্রায় ৩০জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় দুইজনকে সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এছাড়া ১০ জন কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জানা যায় যে, ২৪ জুলাই শনিবার দুপুরে বানিয়াচং উপজেলার নয়া পাতারিয়া গ্রামেএ ঘটনাটি ঘটে।স্থানীয় সুত্রে জানা যায় নয়া পাতারিয়া গ্রামের আজমান মিয়ার সঙ্গে একই গ্রামের খুর্শিদ মিয়ার বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেঐ দিন দুপুরে খুর্শিদ মিয়ার পক্ষের এক ব্যক্তি হাওরে মাছ ধরতে যায়।এ সময় প্রতিপক্ষের লোকজন বাধা দেয় এ নিয়ে উভয় পক্ষের বাকবিতন্ডের মধ্যে একপর্যায়ে দেশীয় অস্ত্র টেঁটা-বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।এখবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com