ঢাকা ২১শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


বার্থলমিয় প্রত্যুষ সাহা একজন অসাম্প্রদায়িক মানুষ

redtimes.com,bd
প্রকাশিত নভেম্বর ১৯, ২০১৭, ০৬:৪২ অপরাহ্ণ
বার্থলমিয় প্রত্যুষ সাহা একজন অসাম্প্রদায়িক মানুষ

ধার্মিক হয়েও বার্থলমিয় প্রত্যুষ সাহা একজন অসাম্প্রদায়িক মানুষ । তাই তার লেখা গান সকল সম্প্রদায়ের মন স্পর্শ করে ।তার লেখা বই সকল শ্রেণীর পাঠকের মন জয় করে । শনিবার  বার্থলমিয় সাহার দুটি বইএর প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন । আসাদ গেটের কাছে সিবিসিবি মিলনায়তনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কার্ডিনাল প্যাট্রিক দি রোজারিও,কারিতাসের সাবেক পরিচালক আলো দি রোজারিও,খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও,প্রতিবেশী পত্রিকার সম্পাদক ফাদার বুলবুল অগাস্টিন রিবেরো,ওয়াইএমসিএ-র এশিয়ান এলায়েন্সের সভাপতি মারকোস গোমেজ ও লেখক বার্থলমিয় সাহা।অনুষ্ঠানের শুরুতেই কথাশিল্পি আবুল মোমেনের পক্ষে শুভেচ্ছা বাণী পাঠ করা হয় । সব শেষে ছিল মনোজ্ঞ সঙ্গীত অনুষ্ঠান ।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930