৭ই ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০১৬
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ‘বালিকা বধূ’ খ্যাত টিভি অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জী। তার বয়স হয়েছিল ২৪ বছর।
পুলিশ সূত্র দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার নিজের বাড়িতেই সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় এ অভিনেত্রীকে। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। মুম্বাইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে তার মৃত্যু হয়।
কী কারণে প্রত্যুষা আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন তা এখনো জানা যায়নি। মুম্বাই পুলিশের মুখপাত্র ধনঞ্জয় কুলকার্নি জানিয়েছেন, হাসপাতালের রিপোর্টের ভিত্তিতে তদন্ত করছে পুলিশ।
বলিউডের বিভিন্ন রিয়েলিটি শো এবং টেলিভিশন ধারাবাহিকের অংশ নিয়েছিলেন এই বঙ্গতনয়া। তবে সবথেকে জনপ্রিয়তা পেয়েছিলেন ‘বালিকা বধূ’ চরিত্রটিতে অভিনয় করে।
বালিকা বধূর পাশাপাশি ঝলক দিখলা যা-ফাইভ -এ প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন তিনি। টেলিভিশন ধারাবাহিক ‘হাম হ্যায় না’ ধারাবাহিকে শেষবার দেখা গিয়েছিল তাকে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com