টাঙ্গাইলের বাসাইলে সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’র উদ্যোগে মানুষের জন্যই মানুষ এই প্রতিপ্রাদ্ধ সামনে নিয়ে ‘ঠিকানা’ দুস্থ মহিলাদের স্বাবলম্বী লক্ষ্যে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে।
রবিবার(১৫মে) বিকাল ৩ঃ০০টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলার বিভিন্ন গ্রামের দুস্থ মহিলাদের স্বাবলম্বী করার লক্ষে ৩৫ টি ছাগল ৩৫ জন দুস্ত মহিলাদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়।এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’র প্রধান নির্বাহী মাছুদুজ্জামান রোমেল
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলার চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আঃ রহিম আহমেদ,খ্যাতিমান নাট্যকার,নির্মাতা ও কথাসাহিত্যিক মেজর(অবঃ) ফেরদৌস হাসান,সাবেক চেয়ারম্যান, ফারসি ভাষা ও সাহিত্যিক বিভাগ,ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. আবদুস সবুর খান, অধ্যাপক ড. জমির হোসেন নটরডেম উইনিভার্সিটি বাংলাদেশ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঠিকানার যুগ্ম-সম্পাদক মল্লিকা পারভীন,ঠিকানার একাধিক কর্মী এসময় সহযোগিতা করেন।