১১ই আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৭
নিজস্ব প্রতিবেদক : বাহুবল উপজেলার উত্তর ডুবাঐ গ্রামের প্রবাসী জিতু মিয়ার পুত্র আব্দুর নূর এর বাড়িতে তার স্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় ৬ জনকে আসামী করে বাহুবল মডেল থানায় মামলা দায়ের করেছেন নিহতের মা আংগুরা খাতুন।
মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেন তিনি।
ঘটনার বিবরণে জানা যায়, মন্ডলকাপন গ্রামের আব্দুল হামিদের কন্যা লাভলী আক্তারকে বিয়ে দেন আব্দুর নূরের কাছে। বিয়ের ৪ মাসের মাথায়ই নববধু লাভলীর রহস্যজনক মৃত্যু ঘটে। গত রবিবার ভোরে স্বামীর বসতঘরের তীর ঝলন্ত অবস্থায় লাভলীর লাশ পাওয়া যায়। পরে খবর পেয়ে লাভলীর মা ওই বাড়িতে যাওয়ার পর অন্য রুমের পাটিশনের উপর দিয়ে দেখতে পান লাভলীর ঝুলন্ত লাশ। তখন পরিবারের লোকজনই লাশ নামিয়ে ফেলেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে প্রেরণ করেন।
এ ঘটনায় লাভলী মা আংগুরা খাতুন সাংবাদিকদের জানান- আমার মেয়েকে হত্যা করে নিজেদের বাচাঁতে লাশ তীরের সাথে ঝুলিয়ে রেখেছে নূর সহ পরিবারের লোকজন। এ ঘটনায় লাশের অবস্থা ও মৃত্যু পূর্ববর্তী নানা আশয় বিষয়ের উপর ভিত্তি করে গ্রামের প্রতিবেশীগণও মৃত্যুটি রহস্যজনক বলেই মনে করেন।
বাহুবল থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন- মামলা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এতে কোন সন্দেহের অবকাশ নেই।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com