১৬ই জানুয়ারি ২০২১ ইং | ২রা মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৫
এসবিএন ডেস্ক:
চট্টগ্রামের অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত নগরীর বায়েজিদ বোস্তামী থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই নারীসহ ৭জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতভর বায়েজিদ বোস্তামীর বিভিন্ন এলাকায় চালানো এ অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, তরিকুল আলম (২৫), রিমু আক্তার তুলি (৩০), মো. রাজু (৩৫), মো. বাদশা (২৬), আফসার (৩৬), আনোয়ার হোসেন লিটন (৩২) ও বিউটি বেগম (৪০)।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, অপরাধ নিয়ন্ত্রণে বায়েজিদ বোস্তামী থানায় অভিযান শুরু করেছে পুলিশ। এরই অংশ হিসেবে সোমবার রাতভর মাদকবিরোধী এ অভিযান চালানা হয়। অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ ৭জনকে আটক করা হয়। এছাড়া ১কেজি ৯০০ গ্রাম গাঁজা ও ৫৭ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান তিনি।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766