ঢাকা ৯ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


বিএনপির এক ডজন নেতার পদত্যাগ, গণপদত্যাগের আশঙ্কা

redtimes.com,bd
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২২, ১২:০০ অপরাহ্ণ
বিএনপির এক ডজন নেতার পদত্যাগ,  গণপদত্যাগের আশঙ্কা
সদরুল আইন, নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা মহানগর উত্তর বিএনপির ওয়ার্ড কমিটি গঠনে পদ বাণিজ্য এবং আঞ্চলিক সম্পর্ককে প্রাধান্য দেওয়ার অভিযোগে অন্তত এক ডজন নেতা পদত্যাগ করেছেন।
এমন পরিস্থিতিতে সামনে আরও গণপদত্যাগের আশঙ্কা প্রকাশ করছেন দলের শীর্ষ নেতারা।
অভিযোগ রয়েছে, ঢাকা মহানগর উত্তর বিএনপির ওয়ার্ড সম্মেলন ঘিরে এলাকা প্রীতি এবং পদ বাণিজ্য হচ্ছে। যাদের বাড়ি ভোলা তাদের চাল চুলা কিছু না থাকলেও তারা কাউন্সিলে পাস করে যাচ্ছে।
 আবার যারা অর্থ দিচ্ছে তারাও কমিটিতে জায়গা পাচ্ছে। এই পরিস্থিতিতে স্থানীয় বিএনপি নেতারা ঢাকা মহানগর বিএনপির আহবায়ক আমানউল্লাহ আমান এবং সদস্য সচিব আমিনুল হকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে।
পদত্যাগের মহোৎসব থামানোর জন্য আমিনুল হক  হুমকি দামকি দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
৩৩নং ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটির যারা পদত্যাগ করেছেন তাদের মধ্যে রয়েছেন- শামসুর রহমান শাহীন-২নং-সহসভাপতি, সাবেক সাংগঠনিক সম্পাদক ৩৩নং ওয়ার্ড বিএনপি; মো. জাহাঙ্গীর-সহসভাপতি, সাবেক সহ-হকার্স কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদপুর  থানা বিএনপি; মো. কফিল উদ্দিন কফিল- কোষাধ্যক্ষ, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ৩৩নং ওয়ার্ড বিএনপি; মো. সালাউদ্দিন মৃধা-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, সাবেক যুগ্ম আহ্বায়ক; মো. কামাল- সহকোষাধ্যক্ষ, সাবেক সহ-প্রচার বিষয়ক সম্পাদক; মো. সোহাগ- সহ দপ্তরবিষয়ক সম্পাদক ও সাবেক সদস্য আহ্বায়ক কমিটি; মো. লোকমান- সহ স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক ও সাবেক সদস্য ৩৩নং ওয়ার্ড বিএনপি; মো. ইউসুফ- সদস্য ও সাবেক সদস্য ৩৩নং ওয়ার্ড বিএনপি, সাবেক সভাপতি ইউনিট বিএনপি; মো. মনির হোসেন পালোয়ান সদস্য ও সাবেক সদস্য ৩৩নং ওয়ার্ড বিএনপি আহ্বায়ক কমিটি।
উল্লেখ্য যে, ১০ ডিসেম্বরের পর সরকারের কথা দেশ চলবে না। ১০ ডিসেম্বরের পর বেগম খালেদা জিয়ার কথায় দেশ চলবে- এমন বক্তব্যে আলোচনায় আসেন ঢাকা মহানগর বিএনপির আহবায়ক আমানউল্লাহ আমান।
যদিও ইতোমধ্যে ১০ ডিসেম্বর গত হয়েছে। কিন্তু সরকারের পতন হয়নি। বরং ১০ ডিসেম্বর বিএনপির শোচনীয় পরাজয় হয়েছে বলে আওয়ামী লীগ দাবি করছে।
পূর্ব ঘোষণা অনুসারে ১০ ডিসেম্বর সরকার পতন না হওয়া এবং এর আগে ৭ ডিসেম্বর নয়াপল্টন থেকে আমানুল্লাহ আমান গ্রেফতার হওয়ার পর আবার জামিনে মুক্তি পাওয়া নিয়ে নানা প্রশ্ন রয়েছে।
 এখন আবার এক সঙ্গে এক ডজন নেতার পদত্যাগের ঘটনার পেছনে মূল নায়কও এই আমানউল্লাহ আমান।
 বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ১০০নং ওয়ার্ড বিএনপির অন্তত আরও দুই ডজন নেতা পদত্যাগ করবেন।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031