এসবিএন: জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা ও মহানগর শাখার সদ্য সমাপ্ত সম্মেলনে কাউন্সিলারদের ভোটে নির্বাচিত সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ।
সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ, সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, মহানগর সাধারণ সম্পাদক আবু সালেহ লোকমান এক যুক্ত অভিনন্দন বার্তায় বলেন, দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ও নেতৃত্ব বাছাইয়ে সিলেট জেলা ও মহানগর বিএনপির সম্মেলন কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনের সময়োপযোগী উদ্যোগ, উৎসবমূখর পরিবেশে ভোট দিয়ে সিলেট বিএনপির আগামী দিনের নতুন নেতৃত্ব নির্বাচিত করায় অভিনন্দন জানান জেলা ও মহানগর শাখার সকল ইউনিট কাউন্সিলরদের।
সিলেটে বিএনপিকে অতীতের নিয়ায় আরো সুসংগঠিত করতে আগামী দিনে নবনির্বাচিত নেতৃবৃন্দ সকলের সম্মিলিত উদ্যোগ ও চেষ্টায় সিলেট বিএনপি সহ অংগ সংগঠনকে উজ্জীবিত করে বাংলাদেশের রাজনীতিতে সিলেটকে সাংগঠনিক শক্তির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের প্রত্যাশা ব্যক্ত করেন ছাত্রদল নেতৃবৃন্দ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com