১লা মার্চ ২০২১ ইং | ১৬ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৫
এসবিএন ডেস্ক: আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। কারণ তাদের জন্মই হয়েছে স্বৈরচারীর মধ্য দিয়ে। যাদের জন্ম সামরিক ঘরে তারা যদি গণতন্ত্রের সংজ্ঞা নতুন করে শিখাতে চায় তাহলে এটা জাতির কাছে হাস্যকর ছাড়া আর কিছুই না। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া চৌড়হাসের মুক্তি মিত্র স্মৃতিসৌধ ফলকের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, আওয়ামী লীগের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসই হচ্ছে গণতন্ত্রের জন্য সংগ্রাম করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আওয়ামী লীগকে কারো গণতন্ত্র শিখানোর প্রয়োজন নেই।
পৌরসভা নির্বাচনে অবাধ ও সুষ্ট হবে না বিএনপির এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, পৌরসভা নির্বাচন স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠ হয় সে দিক বিবেচনা করে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা হচ্ছে। আমরা দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি নির্বাচন অবাধ ও সুষ্ঠ করার জন্য প্রশাসনকে সহযোগিতা করার জন্য। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, কুষ্টিয়ার কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য আব্দুর রউফ, জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ও জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খানসহ অন্যান্য নেতা-কর্মীরা।
S | M | T | W | T | F | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 |
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766