কামরুজ্জামান হিমু
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু'র প্রবন্ধ সংকলন 'বাংলাদেশের রাজনীতিতে বিষবৃক্ষ'র মোড়ক উন্মোচিত হয়েছে।
রোববার বিকেলে একুশে বইমেলায় সোহরাওয়ার্দী প্রাঙ্গণ মঞ্চে বাংলা একাডেমীর মহাপরিচালক ড. শামসুজ্জামান খান প্রধান অতিথি হিসেবে বইটির মোড়ক উন্মোচন করেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেন, জাসদ স্থায়ী কমিটির সদস্য নূরুল আখতার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, বইটির প্রকাশক অনার্য প্রকাশনীর সত্ত্বাধিকারী সফিক রহমানসহ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এ অনুষ্ঠানে যোগ দেন।
তথ্যমন্ত্রী তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, 'যুদ্ধাপরাধী-জামাত-জঙ্গিবাদীরা এদেশে সাম্প্রদায়িক রাজনীতির ডালপালা। আর পঁচাত্তরে জাতির পিতা বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার পর জন্ম নেয়া বিএনপি হচ্ছে রাজনীতির বিষবৃক্ষ। এ বিষবৃক্ষই জঙ্গিবাদের লালনকারী।'
'সেকারণে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার কবল থেকে মুক্ত করে দেশকে শান্তি, গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে নিতে শুধু ডালপালা ছাঁটলেই হবেনা, রাজনীতির বিষবৃক্ষও উপড়ে ফেলতে হবে', বলেন প্রাবন্ধিক হাসানুল হক ইনু।
বাংলা একাডেমীর মহাপরিচালক ড. শামসুজ্জামান খান বলেন, শান্তির পথে আগুয়ান হতে জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে বিষবৃক্ষের স্বরূপ উন্মোচনকারী এ বইটি প্রেরণা যোগাবে।
একশত বিশ পৃষ্ঠার এ বইটিতে সতেরোটি প্রবন্ধ সংকলিত রয়েছে।
এর আগে মন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা মিলনায়তনে অধ্যাপক ডা. হাসিনা বানু'র 'হৃদয়ে কাব্য'সহ বাংলা কাব্য পরিবার প্রকাশিত কয়েকটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। বরেণ্য কবি হেলাল হাফিজ এ অনুষ্ঠানে তার দু'টি কবিতা আবৃত্তি করেন।
সন্ধ্যায় রাজধানীতে বিএফডিসি'র আট নম্বর শুটিং ফ্লোরে সাদেক সিদ্দিকী পরিচালনায় নির্মিতব্য 'সাহসী মুক্তিযোদ্ধা' চলচ্চিত্রের শুভ মহরতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তথ্যমন্ত্রী।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com