২ ফেব্রুয়ারি ২০১৬
আজিরউদ্দিন (জন্ম০৪/০৫/১৯৪২; পিতা- আব্দুল জব্বার; মাতা- জয়বুননেসা) এবং তার স্ত্রী নেয়ারুননেসা (জন্ম১০/০১/১৯৬৫; পিতা- আব্দুস সাত্তার, মাতা- শুকুর বিবি), উভয়ের আবাসিক ও স্থায়ী ঠিকানা- বিরকুলি, তোয়াকুলবাজার, গোয়ানঘাট, সিলেট,বাংলাদেশ। এই সাধারণ বিজ্ঞপ্তির মাধ্যমে সকলের জ্ঞাতার্থে প্রত্যয়ন করছেন যে তাদের পুত্র দুলাল আহমেদ (জন্ম ২৩/০৮/১৯৮৪, বাংলাদেশী নাগরিক) বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী, এর সাথে কোনো ধরণের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক সম্পর্ক তাদের নেই।আইনিঘোষণার মাধ্যমে দুলাল আহমেদ-কে তারা ত্যাজ্য করেছেন।এইসম্পর্ক চ্যুতির ফলস্বরূপ দুলালআহমেদ- তার প্রাক্তন পিতা-মাতার যৌথ বা নিজ নিজ নামে মালিকানাধীন কোনো অর্থনৈতিক এবং স্থাবর-অস্থাবর সম্পত্তি উত্তরাধিকারসূত্রে দাবি করার অধিকার লুপ্ত হলো।দুলাল আহমেদ-র কোনো অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক কর্মকাণ্ড/কার্যকলাপ এরসাথে আজিরউদ্দিন ও নেয়ারুননেসা-র কোনো সম্পর্ক নেই।ফলতঃ এসবের কোনো দায়ভার/ দায়দায়িত্ব তাদের উপর বর্তাবে না।
সংবাদটি শেয়ার করুন