তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘দশ বছর আদালত স্বীকার করে এসে শেষ মুহূর্তে খালেদা জিয়ার অনাস্থাজ্ঞাপন দু:খজনক ও সমগ্র জাতির বিচারব্যবস্থাকেই অস্বীকার করা ।’
বুধবার বিকেলে বিএনপিনেত্রী খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের জবাবে রাতে বিটিভিকে দেয়া সাক্ষাতকারে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আদালতে অপরাধের বিচার রাজনৈতিক প্রতিহিংসা নয় এবং আদালত সরকারের নির্দেশে চলেনা।’
‘আদালত অপরাধের বিচার করে, কাউকে নির্বাচনের বাইরে রাখার কাজ নয় এবং কোনো ব্যক্তি বা দলকে নির্বাচনের বাইরে রাখার কোনো পদক্ষেপ নেয়নি’, বলেন ইনু।
সংবাদটি শেয়ার করুন