এসবিএন বিনোদন ডেস্কঃ অভিনেত্রী সোহানা সাবা ও তার স্বামী নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে। দীর্ঘ দিন ধরেই এমন গুঞ্জন ঢালিউড পাড়ায় উড়ছে। এবার সব গুঞ্জন উড়িয়ে দিয়ে অভিনেত্রী সাবা জানালেন, তারা আর একসঙ্গে থাকছেন না।
এ প্রসঙ্গে সোহানা সাবা বলেন, ৩ মাস প্রেম করে বাবা-মা’য়ের ইচ্ছের বিরুদ্ধে মুরাদকে বিয়ে করেছিলাম। কিন্তু গত ২৭ সেপ্টেম্বর থেকে আমরা আলাদা আছি।
আমাদের নিজেদের মধ্যে কিছু মতের দ্বন্দ্ব রয়েছে। মুরাদ আমার সবচেয়ে পছন্দের পরিচালক। ইনফ্যাক্ট আমার সবচেয়ে প্রিয় বন্ধু। কিন্তু আমরা বোঝাপড়া করেই ঠিক করেছি আর একসঙ্গে থাকব না। তাই আইনী পদক্ষেপ নিয়েছি। আইনী প্রক্রিয়ার কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে।’
তিনি আরো বলেন, ‘অনেক সুন্দর কিছু বছর মুরাদের সাথে কাটিয়েছি। আমাদের একমাত্র সন্তানকে নিয়ে স্বপ্নের মতো কিছু বছর পার করেছি।
তবুও আমাদের এই বিষয়টি নিয়ে যাতে বিকৃত না হয়, নোংরা কাঁদা ছোঁড়াছুঁড়ির সুযোগ কেউ না পায়, তাই সবাইকে বিষয়টি জানালাম। আমার ভালো-খারাপ সব সময়ই সবাইকে আমার পাশে পেয়েছি। আশা করি আগামীতেও পাব।’
সংবাদটি শেয়ার করুন