বিটিসিএলের ইন্টারনেট খরচ কমেছে ৩৫ শতাংশ

প্রকাশিত: ৭:৩৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৬

বিটিসিএলের ইন্টারনেট খরচ কমেছে ৩৫ শতাংশ

এসবিএন ডেস্ক: ২১ ফেব্রুয়ারD রবিবার থেকে ব্রডব্যান্ড ইন্টারনেটের বিভিন্ন প্যাকেজের দাম ৩৫ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে রাষ্ট্রায়ত্ত্ব কোম্পানী বিটিসিএল।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিটিসিএলের টেলিফোনে ‘কথা বলা ও একইসাথে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার’ এর সুবিধাসহ বিকিউব (এডিএসএল) সেবার বিভিন্ন প্যাকেজের দামে এ পরিবর্তন আনা হচ্ছে।

২৫৬ কেবিপিএস স্পিডের ‘বিকিউব ইনফিনিটি-২৫৬’ প্যাকের বর্তমান দাম ৩০০ টাকা, যা আগে ছিল ৪৫০ টাকা।

একইভাবে ‘বিকিউব ইনফিনিটি ৫১২’ এর দাম ৭৫০ টাকা থেকে কমে ৫০০ টাকা, ‘বিকিউব ইনফিনিটি ১০০০’ প্যাকেজ ১১৫০ টাকা থেকে কমে হয়েছে ৭০০ টাকা, ‘বিকিউব ইনফিনিটি ১৫০০’ প্যাকেজ ১৬০০ টাকা থেকে কমে ১০০০ টাকা করা হয়েছে। সব প্যাকেজের সঙ্গে ১৫ শতাংশ মূসক প্রযোজ্য।

এসব প্যাকেজের ডাটা লিমিট থাকছে না। সেই সঙ্গে ‘ডাটা লিমিট বা ভলিউম বেজড’ আগের সব প্যাকেজ বিলুপ্ত হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর ফলে ৪ জিবি লিমিটের বিকিউব সুপারসেভার গ্রাহকদের ‘বিকিউব ইনফিনিটি ২৫৬’ প্যাকেজে, ১০ জিবির বিকিউব স্ট্যান্ডার্ড গ্রাহকদের ‘বিকিউব ইনফিনিটি ৫১২’ প্যাকেজে এবং ২৫ জিবির বিকিউব প্রিমিয়াম গ্রাহকদের ‘বিকিউব ইনফিনিটি ১০০০’ প্যাকেজের সেবা দেয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

December 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31