৩রা ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৫
এসবিএন ডেস্ক:
পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণের আগেই সাতজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। ওই সাত পৌরসভায় একজন করে প্রার্থী থাকায় তাদের জয়ী ঘোষণা করা হবে। আর এই সাতজন প্রার্থীই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী বলে জানা যায়। তবে ওই সাতটি পৌরসভার নাম ও বিজয়ীদের নাম এখনো জানা যায়নি।
সোমবার নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব জেসমিন টুলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত ১৬২ জন মেয়র প্রার্থী সরে দাঁড়িয়েছেন। এতে সাতটি পৌরসভায় একজন করে প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন তারা। সোমবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তি করে এই সাতজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবেন। সেই সঙ্গে ইসিতে একটি বিবরণী পাঠাবেন। তারা সাতজনই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী।
এই সাত পৌরসভা ও নির্বাচিতদের নাম বিকাল নাগাদ জানানো সম্ভব হবে বলে জানান তিনি।
৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় পৌর নির্বাচনে ২৩৪টি মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৯২১ জন। এর মধ্যে আওয়ামী লীগের ২৩৩ জন, বিএনপির ২১৯ জন এবং জাতীয় পার্টির ৭৩ জন রয়েছেন। বাকিদের মধ্যে স্বতন্ত্র এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা আছেন বলে জেসমিন টুলী জানান।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com