১১ই এপ্রিল ২০২১ ইং | ২৮শে চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৫
ব্র্যাড হজকে টপকে বিপিএলের তিন আসর মিলিয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড নিজের করে নিয়েছেন মুশফিকুর রহিম।
শুক্রবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ২৩ রানের ইনিংসটির পথে হজকে পেছনে ফেলেছেন মুশফিক। ৭৫৬ রান নিয়ে বিপিএলের প্রথম দুই আসর মিলিয়ে সবচেয়ে বেশি রান ছিল হজের। এবার মুশফিকের সিলেট সুপার স্টার্সেই খেলার কথা ছিল এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের। শেষ পর্যন্ত আসেননি তিনি। তার রানও রইল থমকে। মুশফিক ছাড়িয়ে গেলেন তাকে।
২২ ইনিংসে ৭৫৬ রান করেছিলেন দুই আসরেই বরিশাল বার্নাসে খেলা হজ। শুক্রবারের ম্যাচের পর ২৬ ম্যাচে ৭৭২ রান মুশফিকের।
বিপিএলের প্রথম আসরটি খুব ভালো কাটেনি এই উইকেটকিপার ব্যাটসম্যানের। দুরন্ত রাজশাহীর হয়ে ২৩৪ রান করে সেবার রানের তালিকায় ছিলেন ১৬ নম্বরে। তবে পরের বারই তিনি উঠে আসেন এক নম্বরে। সিলেট রয়্যালসের হয়ে ৪৪০ রান করে ছিলেন দ্বিতীয় বিপিএলের সর্বোচ্চ রান স্কোর। এবার তিন আসর মিলিয়ে ছাড়িয়ে গেলেন সবাইকে।
হজ না থাকায় মুশফিককে ধাওয়া করছেন এখন সাকিব। ২৭ ইনিংসে ৬৭৩ রান এই অলরাউন্ডারের। মোহাম্মদ আশরাফুলের রান ২৪ ইনিংসে ৬১৬। আর ২৭ ইনিংসে ৬১১ রান নিয়ে পাঁচ নম্বরে এনামুল হক।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766