ঢাকা ১৪ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


বিভাগীয় সাহিত্যমেলা নিয়ে উত্তাল সিলেট

redtimes.com,bd
প্রকাশিত জুন ২, ২০২৩, ০৯:২৮ পূর্বাহ্ণ
বিভাগীয় সাহিত্যমেলা নিয়ে উত্তাল সিলেট

 

সিলেট প্রতিনিধি

সাহিত্যসভা, প্রবন্ধ উপস্থাপন ও কবিতাপাঠ ইত্যাদি কর্মসূচি সংবলিত বিভাগীয় সাহিত্যমেলা আগামী ৩ ও ৪ জুন তারিখে সিলেটস্থ কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কিন্তু এর বিভিন্ন অনিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সিলেটের সাহিত্যিক সমাজ ।

ছড়ালোক সম্পাদক শাহাদত বখত  শাহেদ  রেডটাইমসকে বলেন, মেলায় সিলেটের প্রতিনিধি-স্থানীয় কবি, গবেষক ও প্রবীণ লেখকদেরকে সংযুক্ত করা হয়নি। উপরন্তু শ্রেণি ও লিঙ্গবৈষম্য করা হয়েছে। তাই, সিলেটের সর্বস্তরের লেখক ও গবেষক এক বিশেষ সভায় মিলিত হন। এতে সভাপতিত্ব করেন লেখক-গবেষক প্রফেসর নন্দলাল শর্মা।

সভা সর্বসম্মতভাবে এই অনুষ্ঠানসূচি প্রতিনিধিস্থানীয় ও মানসম্মত হয়নি বলে গভীরভাবে ক্ষোভ ও নিন্দা জানাচ্ছে।
সরকার ঘোষিত তৃণমূল পর্যায়ের অনুষ্ঠান না-হয়ে এটা হয়েছে কতিপয় পদবিধারী গোষ্ঠীভিত্তিক সাহিত্যমেলা। আমরা বাংলা একাডেমি, সংস্কৃতি মন্ত্রণালয় ও বিবেকবান সৃজনশীল সাহিত্যবেত্তাদের কাছে আমাদের প্রতিবাদ, ক্ষোভ, নিন্দা ও ধিক্কার জানাচ্ছি।
আমরা চাই, প্রকৃত লেখক-গবেষকের অংশগ্রহণে প্রকৃত তৃণমূলকেন্দ্রীক, বৈষম্যবিহীন, শুদ্ধ  সাহিত্যউৎসব হোক।

এতে উপস্থিত ছিলেন
প্রফেসর নন্দলাল শর্মা, প্রফেসর নৃপেন্দ্রলাল দাশ, বিশিষ্ট গবেষক মিহিরকান্তি চৌধুরী, কবি মিলু কাশেম, গবেষক আহমদ মিনহাজ, কবি আবদুল মুমিন মামুন, কবি ফজলুররহমান বাবুল, কবি নাজমুল হক নাজু, কবি জওয়াহের হোসেন, কবি মালেকুল হক, কবি হাবিবুর রহমান এনার, কবি জাহেদ আহমদ, কবি আখলাকুল আম্বিয়া বাতিন, কবি খালেদ উদ-দীন, কবি ওয়াহিদ রোকন, কবি কাজী জিননূর, লেখক মীনাক্ষি সাহা, লেখক মোহাম্মদ জায়েদ আলী, বিজ্ঞানবিষয়ক লেখক অনন্ত নিগার, ছড়াকার শাহাদত বখত শাহেদ, কবি মেকদাদ মেঘ, কবি আলফ্রেড আমিন, নাট্যকর্মী ও গীতিকবি মোঃ সুয়েজ হোসেন, গীতিকবি মৃদুলকান্তি দাস, কবি বীরেন পাল, কবি মাসুক মিয়া ছড়াকার সাদির হুসাইন ও আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031