১৭ই আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫২ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০১৬
এসবিএন ডেস্কঃ বৃহস্পতিবার দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান হিসেবে নৌবাহিনীকে স্বাধীনতা পদক প্রদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়নে যারাই অবদান রাখবে তাদেরই সম্মানিত করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি চাই যে যেখানে সামাজিক উন্নয়নে, দেশের অর্থনৈতিক উন্নয়নে, সাহিত্য ও সংস্কৃতির জগতসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছেন- আমরা তাদের সম্মান জানাতে চাই।’
আলোচনার বাইরে থাকা গুণীদের সম্মান জানানোর আগ্রহের কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এখনও গ্রাম-বাংলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে অনেকেই আছেন, তাদের খবরও আমরা হয়তো পাই না।’
এ সময় প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও পরামর্শ দেন। প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন করতেই সরকার কাজ করে যাচ্ছে।
এর আগে, সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।
এরপর জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, মুক্তিযোদ্ধা ও সমাজকর্মী মরহুম মৌলভী আসমত আলী খান এবং বস্ত্র ও পাটমন্ত্রী মো. ইমাজ উদ্দিন প্রামাণিককে পদক দেয়া হয়।
এছাড়াও ভাষা আন্দোলন, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা, সাহিত্য ও সংস্কৃতিতে বিশিষ্ট ব্যক্তিদের ও প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ নৌবাহিনীকে স্বাধীনতা পুরস্কার পদক তুলে দেন প্রধানমন্ত্রী।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com