৭ই ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৩
পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজউদ্দীন আহমেদ বলেছেন, ২০০১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি এমপি থাকা কালিন সময়ে এলাকার রাস্তা ঘাট, স্কুল-কলেজ, মসজিদ মন্দির সহ বিভিন্ন ক্ষেত্রে যে উন্নয়ন করেছিলেন- ২০২৩ সালে এসে আবার সেখান থেকেই উন্নয়ন শুরু করতে হয়েছে। মাঝখানে দশ বছর যারা এমপি ছিলেন তারা কিছুই করেননি। তিনি অল্প সময়ের জন্য আবারো নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন করার জন্য কাজ করছেন। জনগনের ভোট নিয়ে ঘড়ে বসে থাকেননি। মন্ত্রনালয় সহ বিভিন্ন দপ্তরে দিন রাত ঘুরে ঘুরে কাজ করার চেষ্টা করছেন।
রবিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৩০ জন দুস্থ অসহায় প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সারা দেশে ব্যাপক উন্নয়ন হলেও বিগত দশ বছরে পীরগঞ্জ-রানীশংকৈলে কোন উন্নয়ন হয়নি। যারা এমপি ছিলেন তারা এলাকার উন্নয়ন না করে নিজেদের এবং তাদের লোক জনের ভাগ্যের উন্নয়ন করেছেন। এ কারণে আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি।
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কতৃক বরাদ্দকৃত হুইল চেয়ার বিতরণ সভায় বক্তব্য দেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম,পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, পৌর কাউন্সিলর কামরুজ্জামান, রানীশংকৈল উপজেলা জাতীয় পার্টির নেতা আবু তাহের প্রমূখ। এ সময় জাতীয় পার্টির অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com