৯ই মার্চ ২০২১ ইং | ২৪শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, জুলাই ২২, ২০১৮
শাকিল মাহমুদ
বাতাসে বৃষ্টির গন্ধ ভাসে/জলে, সূর্যের ছায়া হাসে/
তার সাথে সম্ভবত পরিচয় কবিতা দিয়েই, নতুন কবিতা লিখলেই তিনি ইনবক্স করে জানতে চাইতেন কেমন হয়েছে তার লেখা….
শাহবাগে কয়েকবার দেখা হয়েছে তার সাথে, তাকে ডেকেছি ক্লাস নিতে, এভাবেই তার সাথে সখ্যতা, তার মেয়ে বিভোর জন্ম নিয়েছে আমার মেয়ের জন্মের কয়েকদিন পর, ভাবছি একটুকু মেয়ে বিভোর কীভাবে তার বাবা ছাড়া বাকী জীবন পাড়ি দেবে?
ভোলার জেলার কৃতিসন্তান, পরাণগন্জ নিবাসী শ্রদ্ধেয় শিক্ষক মীর মোয়াজ্জেম হোসেন এবং মাতা নিলুফা খানম এর একমাত্র পুত্র সন্তান, চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক,কবি,লেখক,গবেষক,সমাজকর্মী রাজীব মীর ২০জুলাই,রাত ১ঃ৩৭মিনিটে(21July 1:37am), চেন্নাইয়ের গ্লোবাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্হায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রাজীব মীর এর সকল বন্ধু ও শুভাকাঙ্ক্ষীগণ দোয়া করবেন, আল্লাহ্ যেন এই পরোপকারী ও সৃষ্টিশীল মানুষটিকে জান্নাতুল ফেরদাউস দান করেন।
আমীন।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766