হাসিদা মুন
চাঁদ তুমি চুপ করে থাকো
বিমুগ্ধ এ জোছনায়
আলোর প্রপাত কি বলে শুনে যাও
মৌনতার নেহানলে
প্রেম মেদুরতার বসন্ত উৎসবে
উড়ন্ত হৃদয় কথা হয়ে
কোন সুদুরে উড়ে যায়
আকাশের ডানা মেলে
ও চাঁদ , তুমি পাশে এসে বসো
বিস্মিত জোছনায়
আলোর প্রপাত চুইয়ে পড়ে গায়
উষ্ণতার দাবানলে
মুকুলিত আলোর সৃজনবৃক্ষে
শতাব্দীর কাক-জোছনায়
সবপ্নাচ্ছন্নতায় আঙিনা ভরে মায়া ছড়ায়
গাঙধোয়া কাঁপন তুলে
চাঁদ তুমি জোছনার ভারে দু’বাহু ধরে
নিবিড় করে ঢেকে নাও
আলোর প্রপাত সারা অঙ্গে বইয়ে দাও
শ্রান্তির আঁচল তলে
স্রোতে স্রোত মিশে যেতে চায়
নিশিজীবী মধুরতায়
মুহুর্মুহু নেশাটে আলিঙ্গনে
কাছে এসো – কাছে আরো কাছে ,
এ কথা বলে বলে …
সংবাদটি শেয়ার করুন