এসবিএন স্পোর্টস ডেস্কঃ আরও একটি টি-২০ বিশ্বকাপে নামতে চলেছে টিম ইন্ডিয়ায়। তবে এখনও সবার মনে রয়েছে ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপের শেষ ওভারের কথা। যেখানে পাকিস্তানের ব্যাটসম্যান মিসবা-উল-হক ভারতীয় বোলার যোগিন্দর শর্মার বল স্কুপ করতে গিয়ে আউট হন এবং ২৪ বছর পর ভারত বিশ্বকাপ জিতে নেয়। কিন্তু মহেন্দ্র সিং ধোনির হাতে প্রথমবার বিশ্বকাপ তুলে দেওয়া সেই বোলারটি এখন কোথায়? দেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের আগে একবার দেখে নেওয়া যাক কোথায়, কেমন অবস্থায় আছেন তিনি?
উত্তর খুঁজতে বেশিদূর এগোতে হবে না। ভারতের নীল জার্সিটি আলমারিতে তুলে রেখে তাঁর পরিবর্তে ‘খাকি’ পোশাকই বেছে নিয়েছেন যোগিন্দর শর্মা। বিশ্বকাপ জয়ের পর হরিয়ানা সরকার তাঁকে পুলিশে চাকরি দেয়। সেখান থেকেই বর্তমানে হরিয়ানা পুলিশে ডিএসপি পদে চাকরি করছেন ডানহাতি বোলারটি। কয়েকদিন আগেই নিজের বন্ধু ও হরিয়ানার পেসার মোহিত শর্মার বিয়েতে গিয়েছিলেন তিনি। সেই ছবিই ফেসবুকে নিজের অ্যাকাউন্টে আপলোডও করেছেন যোগিন্দর। সেখানে বোঝা যাচ্ছে নিজের পেশাতেই মজেছেন ধোনির প্রাক্তন সতীর্থ।
ভারতকে বিশ্বকাপ জেতানোর পর থেকেই জাতীয় দল থেকে ব্রাত্য হয়ে পড়েন যোগিন্দর। ওই ম্যাচটির পর একটিও আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেননি তিনি। এমনকি আইপিএলে চেন্নাই সুপার কিংসে ধোনির দলে থাকা সত্ত্বেও খেলার সুযোগ বা প্রচারের আলো কোনোটাই তাঁর ভাগ্যে্ জোটেনি।
গতবছর প্রথম শ্রেনির ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় জাতীয় দলের হয়ে ৪টি ওয়ান ডে এবং ৪টি টি-২০ ম্যাচ খেলেছিলেন যোগিন্দর৷ প্রথম শ্রেনির ক্রিকেটে অবসর নেওয়ার আগে পর্যন্ত ২৬৮৯ রান ও ২৮৯ টি উইকেট পেয়েছেন হরিয়ানার অলরাউন্ডার৷ হয়তো ঘরে বসে বা ডিউটির ফাঁকে ভারতের খেলাও দেখবেন, কিন্তু ‘মাহি’কে মিস করবেন যোগিন্দর।
সংবাদটি শেয়ার করুন