ঢাকা ১৫ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


বিশ্বকাপ ফাইনাল : ভারতীয় দলের ফ্যাক্টফাইল

Red Times
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৩, ০৬:০৩ অপরাহ্ণ
বিশ্বকাপ ফাইনাল : ভারতীয় দলের ফ্যাক্টফাইল

অনলাইন নিউজ ডেস্ক:

বিশ্বকাপ ফাইনালে কাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। ফাইনালকে সামনে রেখে স্বাগতিক ভারতের ফ্যাক্টফাইল :
বিশ্ব র‌্যাঙ্কিং : ১
রোড টু ফাইনাল”
গ্রুপ পর্ব-
৮ অক্টোবর, চেন্নাই : অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে জয়ী
১১ অক্টোবর, নয়া দিল্লি : আফগানিস্তানের বিপক্ষে ৮ উইকেটে জয়ী
১৪ অক্টোবর, আহমেদাবাদ : পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে জয়ী
১৯ অক্টোবর, পুনে : বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটে জয়ী
২২ অক্টোবর, ধর্মশালা : নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে জয়ী
২৯ অক্টোবর, লক্ষেèৗ : ইংল্যান্ডের বিপক্ষে ১০০ রানে জয়ী
২ নভেম্বর, মুম্বাই : শ্রীলংকা বিপক্ষে ৩০২ রানে জয়ী
৫ নভেম্বর, বেঙ্গালুরু : নেদারল্যান্ডসের বিপক্ষে ১৬০ রানে জয়ী
সেমিফাইনাল-
১৫ নভেম্বর, মুম্বাই : নিউজিল্যান্ডের বিপক্ষ ৭০ রানে জয়ী
স্কোয়াড :
রোহিত শর্মা (অধিানয়ক), হার্দিক পান্ডিয়া (ইনজুরির কারনে তার স্থানে পরবর্তীতে প্রসিদ্ধ কৃষ্ণা ডাক পান), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াশ আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), রবিন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মোহাম্মদ সামি, রবিচন্দ্রন অশ^ীন, ইশান কিশান, সুর্যকুমার যাদব।
দলের শীর্ষ রান সংগ্রাহক :
বিরাট কোহলি : ১৩,৭৯৪ রান, সর্বোচ্চ স্কোর : ১৮৩, গড় : ৫৮.৬৯, সেঞ্চুরি : ৫০, হাফ সেঞ্চুরি : ৭১
২০২৩ বিশ^কাপে দলের শীর্ষ রান সংগ্রাহক :
বিরাট কোহলি : ৭১১ রান, সর্বোচ্চ স্কোর : ১১৭, গড় ১০১.৫৭, সেঞ্চুরি : ৩, হাফ সেঞ্চুরি : ৫
দলের সর্বোচ্চ উইকেট শিকারী :
রবিন্দ্র জাদেজা : ২২০ উইকেট, সেরা বোলিং : ৫-৩৩, গড় : ৩৫.৮৭
২০২৩ বিশ^কাপে সর্বোচ্চ উইকেট শিকারী :
মোহাম্মদ সামি : ২৩ উইকেট, সেরা বোলিং : ৭-৫৭, গড় : ৯.১৩
বিশ^কাপে অতীত রেকর্ড :
১৯৭৫ : গ্রুপ পর্ব
১৯৭৯ : গ্রুপ পর্ব
১৯৮৩ : চ্যাম্পিয়ন
১৯৮৭ : সেমিফাইনাল
১৯৯২ : রাউন্ড রবিন পর্ব
১৯৯৬ : সেমিফাইনাল
১৯৯৯ : সুপার সিক্স
২০০৩ : রানার্স-আপ
২০০৭ : গ্রুপ পর্ব
২০১১ : চ্যাম্পিয়ন
২০১৫ : সেমিফাইনাল
২০১৯ : সেমিফাইনাল

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930