২৩শে জানুয়ারি ২০২১ ইং | ৯ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৬
এসবিএন ডেস্ক: বিশ্ববাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম। শুক্রবার একদফা লাফিয়ে ওঠার পর সোমবার তেলের দাম আবারও নেমে এসেছে।
বিশ্ববাজারে তেলের ব্যারেল প্রতি দর ৩০ দশমিক ১৫ ডলার; যুক্তরাষ্ট্রে এই দর ২৯ দশমিক ৯০ ডলার।
যদিও চলতি মাসের শুরুর দিকে তেলের দাম ব্যারেল প্রতি ২৮ ডলারে নেমে এসেছিল। কিন্তু বাংলাদেশে তেলের দর হ্রাসের কোন প্রভাব দেখা যায়নি।
তেলের মূল্য ঠিক রাখতে, তেল উৎপাদনকারী সব দেশকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছে ওপেক। কিন্তু সেই আহ্বানে কোন কাজ হয়নি বলেই দেখা যাচ্ছে।
বিশ্বের জ্বালানি তেলের ৪২ শতাংশ ওপেকভুক্ত দেশগুলো থেকে আসে।
তেলের দর হ্রাসের কারণে অনেকদিন ধরেই উৎপাদন কমানোর পরামর্শ দিচ্ছে ওপেক। কিন্তু ওপেকভুক্ত সদস্য সৌদি আরবই তেলের উৎপাদন কমাতে রাজি হয়নি।
ওপেকের বাইরে থাকা দেশ, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রও তেলের উৎপাদন কমানোর বিষয়ে কোন আলোচনায় রাজি নয়।
যুক্তরাষ্ট্রের ডান্ডি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পল স্টিভেন্স মনে করেন, তেলের দাম ২০ ডলারেও নেমে আসতে পারে। কারণ যুক্তরাষ্ট্রে পাথরের খাঁজ থেকে যে তেল উৎপাদন করা হচ্ছে, তারা এই দামেও তেল বিক্রি করতে পারবে।
তবে উড ম্যাকেঞ্জির তেল বিষয়ক বিশ্লেষক অ্যালান গেলডারের মতে, ৩০ ডলারের নিচে তেলের দাম অনেক দেশই বহন করতে পারবে না।
তিনি বলছেন, তেলের দাম কমার ফলে ভেনিজুয়েলা, আলজেরিয়া, নাইজেরিয়া অর্থনৈতিক সঙ্কটে পড়েছে। তেলের দাম আরও কমলে তা তাদের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াবে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766