ঢাকা ২০শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ঢাকাতে

abdul
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০১৫, ১১:৫৫ পূর্বাহ্ণ
বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ঢাকাতে

এসবিএন ডেস্ক:
বর্তমানে ঢাকায় অবস্থান করছেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কৌশিক বসু। বাংলাদেশ ব্যাংকের আমন্ত্রণে শনিবার ঢাকায় আসেন প্রথিতযশা এই বাঙালি অর্থনীতিবিদ।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল।

আজ রোববার বিকাল ৩টায় রাজধানীর শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে এক গণবক্তৃতায় অংশ নেবেন তিনি।

‘বিশ্ব অর্থনীতি, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক ওই বক্তৃতায় দর্শকদের অর্থনৈতিক বিষয়ক নানা প্রশ্নেরও উত্তর দেবেন তিনি।

উল্লেখ্য, ১৯৫২ সালের ৯ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহন করেন কৌশিক বসু। এরপর পড়াশোনা করেছেন সেখানকার সেন্ট জেভিয়ার্স স্কুলে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের তত্ত্বাবধানে লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে পিএইচডি ডিগ্রি নেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930