১৭ই এপ্রিল ২০২১ ইং | ৪ঠা বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৮
২০২১ সালে ফিল্ম আর্কাইভের ৭৭ তম বিশ্ব কংগ্রেস আয়োজকের মর্যাদা লাভ করেছে বাংলাদেশ।
চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে চলতি ৭৪ তম কংগ্রেসের পঞ্চম দিন, বৃহস্পতিবার আয়োজক নির্বাচন ভোটে ৭৭তম আয়োজনের অপর প্রতিযোগী নেদারল্যান্ডসকে ৪৬-৩৭ ভোটে হারিয়ে আয়োজকের স্থান লাভ করে বাংলাদেশ।
এপ্রসংগে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ অর্জনকে একটি বিশ্বমর্যাদার স্বীকৃতি হিসেবে বর্ণনা করে বলেন, ‘২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য মন্ত্রণালয়ের যে ফিল্ম আর্কাইভের নির্মাণকাজ উদ্বোধন করেন, তা আজ বিশ্বমানের একটি আর্কাইভ। দেশ ও বিশ্বের ইতিহাস, ঐতিহ্য ও সভ্যতার বিকাশ প্রবাহ চলচ্চিত্র মাধ্যমে সংরক্ষণের কাজে সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক অংগনে বাংলাদেশের মর্যাদা বহুলাংশে উন্নত হবার একটি নজীর এই আয়োজক স্বীকৃতি।’
২২ থেকে ২৭ এপ্রিল প্রাগে চলতি কংগ্রেসে বাংলাদেশ প্রতিনিধি দলে রয়েছেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: আবুয়াল হোসেন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক শচীন্দ্রনাথ হালদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766