বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বসন্তকালীন সভায় যোগ দেবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ।এই উপলক্ষে আজ রাত সাড়ে সাতটায় যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি ।
রোববার অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বসন্তকালীন সভায় যোগদানসহ নিউইর্য়কের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। এবং অর্থমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ফজলে কবির এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আজম থাকবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আগামী ২৭ এপ্রিল অর্থমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com