১২ই এপ্রিল ২০২১ ইং | ২৯শে চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০১৮
তামান্না জেসমিন
বিছানার মতো বিস্তৃত ধরিত্রীর সাথে
ধরাশায়ী ছিলো আকাশখানি
লেপটে থাকা জাপটে থাকা আকাশ
এক সময় পৃথক হলো পৃথিবী থেকে l
মাথার উপর ঝুলে থাকা ছাদ আকাশ
পরিনত হয় সপ্ত আসমানে, সুদৃঢ় আর
সাতখানি দরজা সম্বলিত l
সাতটি দরজা খুলে গেলেই বৃষ্টি ঝরে l
প্রথম আকাশখানি ঝলমলে দিনরাত্রি
তারকারাজিতে সুসজ্জিত, মনোহর l
ছয়দিনে সৃষ্ট দুনিয়াতে
আদম হাওয়া এলো জুটি বেধেঁ l
এরপর আমরাও এক থেকে একাধিক l
একাধিক হতে হতে
একাধিক ঈশ্বর, একাধিক উপাসনালয়,
একাধিক কল্পনার জট বিস্তৃত হয়
ধরিত্রীর সমান্তরাল জমিনে l
রহমতের পানি বর্ষিত হলে আমরা ভিজি
অনন্তকাল ধরে
অথচ শরীর, অন্ধ দৃষ্টি আর অন্ধ মন
কেবলি বিষাক্ত হয়,
বিশুদ্ধ হয়না কখনো l
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766