এসবিএন স্পোর্টস ডেস্ক: বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট লীগ ২০১৬’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে বিয়ানীবাজারের পিএইচজি হাই স্কুল মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) সভাপতি মাহি উদ্দিন আহমেদ সেলিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, বিয়াবীজার পৌরসভার পৌর প্রশাসক মো. তফজ্জুল হোসেন, পিএইচজি হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাছিব জীবন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল, বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন ও যুগ্ম-সম্পাদক নুরুল হক।
সাবেক ক্রিকেটার এমদাদ হোসেন সুবেলের সভাপতিত্বে এবং খন্দকার লোকমান হোসেন ও ছালেক আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অন্যোন্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুপাতলা ওয়েল্ফেয়ার ট্রাস্ট ইউ.কে’র সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, মেহামেডান স্পোর্টিং ক্লাব বিয়ানিবাজারের সভাপতি আব্দুল বাছিত টিপু, রোটারি ক্লাব অব বিয়ানিবাজারের সভাপতি হাজি ফখরুল উদ্দিন, ক্রীড়া ধারাভাষ্যকার মাছুম আহমেদ, এনাম হোসেন প্রমুখ।
ফাইনাল খেলায় রয়েলস ক্লাবকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হন নবদূত ক্রীড়া চক্র।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com