বিয়ে সম্পন্ন অসিন-রাহুলের

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৬

বিয়ে সম্পন্ন অসিন-রাহুলের

এসবিএন বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী অসিনের বিয়ে হলো গতকাল। মাইক্রোম্যাক্স মোবাইলের সহপ্রতিষ্ঠাতা রাহুল শর্মার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি।

বিয়ের এ জমকালো আয়োজনে আত্মীয়স্বজনসহ অনেকেই উপস্থিত ছিলেন। বিয়ের পর রাহুলের বাগানবাড়ি ওয়েস্ট অ্যান্ড গ্রিনসের সোনালি ফার্মসে পারিবারিক পার্টি হবে আগামীকাল।

এছাড়া ২৩শে জানুয়ারী বলিউডের বন্ধু ও সহকর্মীদের জন্য বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করবেন অসিন।

অসিনের বিয়ের আমন্ত্রণপত্র প্রথম পেয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তার সুবাদেই রাহুলের সঙ্গে ৩০ বছর বয়সী এ তারকার পরিচয় হয়েছিল।

অক্ষয় ও অসিন একসঙ্গে অভিনয় করেন ‘খিলাড়ি ৭৮৬’ ছবিতে। সহশিল্পী থেকে ৪৮ বছর বয়সী অক্ষয় হয়ে গেলেন বিয়ের ঘটক।

লাইভ রেডিও

Calendar

October 2023
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031