বি.বাড়ীয়ার আশুগঞ্জে বাস দুর্ঘটনায় আহত ৪০, নিহত ১

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৬

বি.বাড়ীয়ার আশুগঞ্জে বাস দুর্ঘটনায় আহত ৪০, নিহত ১

এসবিএন ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বুধবার দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এসময় কমপক্ষে ৪০ বাসযাত্রী আহত হয়েছে।

জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে হবিগঞ্জ থেকে ঢাকাগামী দিগন্ত পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটের লাখাইগামী বিআরটিসি পরিবহনের একটি বাস আশুগঞ্জ থানা এলাকার সন্নিকটে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় উভয় বাসের ৪০ জন যাত্রী আহত ও ১ জন নিহত হয়েছে। নিহত বাস যাত্রী হলেন হবিগঞ্জের আসব আলী মিয়ার ছেলে আক্কাস মিয়া (৩৫)।

আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়। দুর্ঘটনায় দু’টি বাসই দুমড়ে মুচরে যায়।

দুর্ঘটনার পর ওই মহাসড়কে আধাঘন্টা যান চলাচল বন্ধ ছিল। পরে দুপুর ১২টায় যান চলাচল স্বাভাবিক হয়। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন জানান, দুর্ঘটনার পর পরই দু’টি বাসের চালক পালিয়ে গেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

December 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31