১০ই ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২৩
বিশ্বকাপ ফাইনালে হেরে কোনোরকম অজুহাত দিলেন না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। বরং স্বীকার করে নিলেন দিনটা তাদের ছিলো না।
শিশির পড়েছে, রাতে ব্যাটিং করা সহজ হয়ে গিয়েছিল -এসব অজুহাত চাইলেই দেওয়া যেতো। কিন্তু রোহিত সরাসরি সব দায় যেনো নিজের কাঁধেই তুলে নিলেন। বললেন, ‘আমাদের পক্ষে যায়নি ফলাফল। আমরা আজ যথেষ্ট ভালো খেলি নি। আমরা সবকিছু চেষ্টা করেছিলাম। কিন্তু যেন বিশ্বকাপ জয়টা আমাদের ভাগ্যে লেখা ছিলো না।’
রোহিত বলেন, ‘স্কোরবোর্ডে ২০-৩০ রান বেশি থাকলে ভালো হতো। কেএল (রাহুল) এবং (বিরাট) কোহলি একটা ভালো জুটি গড়ে তুলছিলো। সেই সময় আমরা ২৭০-২৮০ রান তোলার লক্ষ্যমাত্রা নিয়েছিলাম। কিন্তু আমরা নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকি। যখন আপনার হাতে ২৪০ রান থাকে, তখন আপনি উইকেট তুলতে চান। কিন্তু (ট্র্যাভিস) হেড এবং (মার্নাস) ল্যাবুশানের প্রশংসা প্রাপ্য। ওরা একটা বড় জুটি গড়ে তুলে আমাদের ম্যাচ থেকে পুরো ছিটকে দেয়। আমরা সবকিছু চেষ্টা করেছিলাম। কিন্তু কিছু কাজে লাগেনি।’
ভারতীয় অধিনায়ক বলেন, ফ্লাডলাইটে ব্যাটিংয়ের জন্য উইকেট কিছুটা ভালো হয়ে গিয়েছিল। তবে আমরা সেটা অজুহাত হিসেবে ব্যবহার করতে চাই না। আমরা জানতাম যে সন্ধ্যায় ব্যাটিং কিছুটা সহজ হয়ে যাবে। কিন্তু আমরা অজুহাত দিতে চাই না।
টিম ইন্ডিয়ার স্বপ্নভঙ্গ, ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াটিম ইন্ডিয়ার স্বপ্নভঙ্গ, ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
সবশেষ রোহিত বলেন, আমরা পর্যাপ্ত রান তুলিনি। পেসাররা শুরুতেই তিন উইকেট নিয়েছিল। ওইসময় আর একটা উইকেট পেয়ে গেলে ম্যাচে আমরা জোরদারভাবে ফিরে আসতাম। দুর্দান্ত একটা জুটি গড়ে তোলার জন্য ওদের কৃতিত্ব প্রাপ্য।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com